Ajker Patrika

এক টাকার ডাক্তার

সম্পাদকীয়
এক টাকার ডাক্তার

দেশে সংবাদপত্রের অভাব নেই। প্রতিদিন অন্তত কয়েক শ খবরের কাগজ বের হয়। রাজধানী ঢাকা থেকেও বের হয়, ঢাকার বাইরে বিভাগীয় শহর, জেলা শহর, এমনকি উপজেলা শহর থেকেও এখন সংবাদপত্র ছাপা হয়। এত সংবাদপত্রে কত খবর ছাপা হয়। ভালো খবর, খারাপ খবর। ছাপা হয় না, এমন খবরও কি কম থাকে? কত ঘটনা, দুর্ঘটনাই তো প্রতিদিন ঘটে। সব ঘটনা সবার কাছে ‘খবর’ মনে হয় না। সাংবাদিকের কাছে যেটা খবর বলে মনে হয়, সেটা হয়তো ছাপা হয়। আবার যা ছাপা হয়, তার সবই পাঠকের কাছে সমান গুরুত্বপূর্ণ খবর না-ও হতে পারে।

মঙ্গলবার আজকের পত্রিকায় ‘এক টাকায় চিকিৎসা’ শিরোনামে একটি খবর ছাপা হয়েছে। আজকের দুর্মূল্যের বাজারে কোনো এমবিবিএস চিকিৎসকের কাছে এক টাকায় চিকিৎসা পাওয়ার বিষয়টি অবিশ্বাস্য হলেও রাজশাহীতে এক টাকায় সত্যি সত্যি চিকিৎসার সুযোগ পাচ্ছেন মানুষ।

ঘটনাটি এমন: রাজশাহীর একটি সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মীর মোজাম্মেল আলী। তাঁর স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করার। সেটা হয়নি। তাই তিন মেয়েকে পড়িয়েছেন এমবিবিএস। বাবার স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন এক মেয়ে।

শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারে মোজাম্মেল আলীর বাড়ি। বাড়ির নিচতলায় আছে একটি মিষ্টির দোকান, যা মোজাম্মেল আলীর পারিবারিক ব্যবসা। ওই মিষ্টির দোকানের পাশেই মেয়ে সুমাইয়া বিনতে মোজাম্মেলকে রোগী দেখার জন্য চেম্বার করে দিয়েছেন বাবা। রোববার থেকে সুমাইয়া রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন। চেম্বারের সামনে সাঁটিয়ে দেওয়া পোস্টারে লেখা, ‘মাত্র এক টাকা ভিজিটে রোগী দেখা হয়’। ডা. সুমাইয়া এই পোস্টারের একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। লেখেন, ‘আব্বুর জনসেবার ছোট্ট একটা ইচ্ছা পূরণের চেষ্টা’। এরপর মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়। প্রশংসায় ভাসতে থাকেন বাবা-মেয়ে। পুরো বিষয়টি নিয়ে খুব উৎসাহী হয়ে উঠেছেন ডা. সুমাইয়া।

সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রোগী দেখবেন সুমাইয়া। খুব আন্তরিকতার সঙ্গে রোগীদের সমস্যার কথা যথেষ্ট সময় নিয়ে শুনে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছিলেন তিনি। তাঁর টেবিলের ওপর রাখা একটি মাটির ব্যাংকে সেবা নিতে আসা ব্যক্তিরা ঢুকিয়ে দিচ্ছেন এক টাকার একটি কয়েন।

আমাদের দেশে চিকিৎসা নিয়ে মানুষের ক্ষোভ-সমালোচনার শেষ নেই। ডাক্তাররা কসাইয়ের মতো আচরণ করেন, তাঁদের কোনো মানবিক গুণ নেই, টাকা ছাড়া কিছু বোঝেন না—এমন সব কথা শুনতেই আমরা অভ্যস্ত। কিন্তু ডাক্তাররাও যে রোগীদের প্রতি মানবিক ও সংবেদনশীল আচরণ করেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সেবা দেওয়া শুরু করেছেন ডা. সুমাইয়া। সুমাইয়ার অন্য চিকিৎসক দুই বোনও এই চেম্বারে বসে এক টাকায় সেবা দেবেন।

ডা. সুমাইয়া ও তাঁর বোনদের এই সেবার মনোভাব আরও বেশিসংখ্যক নতুন ডাক্তারের মধ্যে ছড়িয়ে পড়ুক। মানুষ মানুষের জন্য—এ কথা বাস্তবে পরিণত হোক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত