Ajker Patrika

পাঁচ নারী উদ্যোক্তার অন্য রকম ‘বৈঠক’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৮: ৫৫
পাঁচ নারী উদ্যোক্তার অন্য রকম ‘বৈঠক’

সময়টা ২০২০ সালের মাঝামাঝি। মহামারি করোনার প্রকোপ তখন চূড়ায়। হঠাৎ জীবনের সঙ্গে জুড়ে যাওয়া লকডাউনে সবার ঠাঁই হয়েছে ঘরের চৌহদ্দিতে। ঘরবন্দী থাকতে থাকতে একঘেয়ে হয়ে ওঠা সেই সময়ে ‘কিছু একটা করা’র ভূত চাপে আইনজীবী নূরজাহান ইসলামের মাথায়। মন দেন প্রিয় মিষ্টান্ন বানানোর দিকে। কদিন পর হাত দেন মসলা তৈরিতেও। তিতাস পাড়ের এই মেয়ে ‘তিতাস কন্যা’ নামে অনলাইনে পেজ খুলে শুরু করেন এসব দেশীয় খাবার ও মসলা বিক্রি।

শখের বসে প্রায় দুই বছর আগে শুরু করা নূরজাহানের সেই উদ্যোগ পেয়েছে বেশ সাড়া। তবে মনের ভেতর একটা খেদ রয়েই গিয়েছিল। সেটি হলো অনলাইনে বিক্রি বলে ক্রেতাদের সঙ্গে দেখা না হওয়া। সেই ‘দূরত্ব’ ঘোচাতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন নূরজাহানসহ পাঁচ নারী উদ্যোক্তা। ঈদ সামনে রেখে ‘বৈঠক’ নামে আয়োজন করেছেন দুই দিনের এক প্রদর্শনী। চট্টগ্রাম নগরীর খুলশীর শেখ রেসিডেন্স নামের এক ভবনের নিচতলায় আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে গতকাল শনিবার।

নূরজাহানের তিতাস কন্যার কথা তো আগেই বলা হলো। প্রদর্শনীতে অংশ নেওয়া বাকি চার অনলাইন প্রতিষ্ঠান হলো পোশাক নিয়ে ‘মৌরিতা’, গয়না নিয়ে ‘মাদুর’, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে ‘বিচিত্রা’, বিভিন্ন দেশীয় খাবার নিয়ে ‘হুমা’স কিচেন’। বাকি চার নারীরও উদ্যোক্তা হওয়া করোনার এই সময়ে।

গতকাল দুপুরে প্রদর্শনীস্থলে গিয়ে দেখা যায়, ২০ বাই ২০ ফুটের একটি কক্ষ। সেই কক্ষের ভেতরের চারপাশে নানা স্টল। কোনো স্টলে দেশীয় খাবার। কোনোটিতে শোভা পাচ্ছে নানা পদের গয়না। কোথাও রং-বেরঙের আলপনার পোশাক। মাঝখানে মাদুর বিছিয়ে চলছে গল্প-আড্ডা। সঙ্গে বিকিকিনি।

এই পাঁচ নারী উদ্যোক্তার তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে বিভিন্ন পেশায় ব্যস্ত। তাঁদেরই একজন মেহের নিগার। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক অবসরে কাজ করেন পোশাকের ডিজাইন নিয়ে। পোশাকের গায়ে আঁকেন নানা আলপনাও।

এমন ভিন্ন আয়োজনের কারণ জানতে চাইলে মেহের নিগার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেহেতু সবাই অনলাইন মাধ্যমে কাজ করি, তাই ক্রেতার সঙ্গে সরাসরি কথা হয় না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়। ক্রেতাদের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাতের জন্যই এই আয়োজন।’

পুঁতির মালা গেঁথে গেঁথে নানা রকমের গয়না বানান তাজমিন ঝুমুর। তিনি বলেন, ‘কাঁচামাল কিনে নিজেই গয়না বানাই। বেশ সাড়া পাচ্ছি।’

ঘরোয়া পরিবেশে মেলা আয়োজনের পেছনের গল্প শোনান উদ্যোক্তারা। তাঁরা বলেন, ‘শুধু দেশীয় পণ্য নিয়ে কোনো মেলা চট্টগ্রামে হয়নি। আমরাই শুরু করলাম। সে জন্য চেয়েছি সেটি ঘরোয়া আমেজে করতে। কেননা তাতে আন্তরিকতা থাকবে।’

প্রদর্শনীতে পণ্য কিনতে নগরীর টেক্সটাইল এলাকা থেকে এসেছিলেন মাফরুহা জামান। এমন প্রদর্শনী দেখে বেশ উচ্ছ্বসিত এই নারী বলেন, ‘দেশীয় সব জিনিস নিয়ে এমন ভিন্নধর্মী মেলা আগে কখনো দেখিনি। শুধু দেশীয় বলে না। এখানকার সব পণ্যই ইউনিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত