Ajker Patrika

পরিবেশ বিপর্যয়ে নতুন মহামারির কবলে বিশ্ব

আজকের পত্রিকা ডেস্ক
পরিবেশ বিপর্যয়ে নতুন মহামারির কবলে বিশ্ব

সভ্যতার অগ্রগতির সঙ্গে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। নির্বিচারে ধ্বংস করছে বন, কাটছে পাহাড়, পোড়াচ্ছে কয়লা ও অন্য জীবাশ্ম জ্বালানি। সহ্য করতে না পেরে প্রকৃতি হয়ে উঠেছে বৈরী। জলবায়ুতে দেখা দিয়েছে বিপর্যয়। ফলে আদি বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে বিভিন্ন পশু-পাখি।
এসব প্রাণী নতুন স্থানে নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস। বন্য প্রাণীর স্থানচ্যুতির কারণে ৫০ বছরের মাথায় বিশ্বে অনেকগুলো মহামারি দেখা দিতে পারে। কোনোটা হতে পারে চলমান করোনা মহামারির মতো বা তার চেয়েও বেশি বিপর্যয়কর। যুক্তরাষ্ট্রের পরিবেশবিষয়ক জার্নাল দ্য নেচারে গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বন্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইতিমধ্যে প্রায় ১০ হাজার ভাইরাস শনাক্ত হয়েছে, যেগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘নীরবে ঘোরাফেরা’ করছে। প্রাণীগুলো নিজেদের অভয়ারণ্য থেকে স্থানচ্যুত হওয়ার কারণে এমনটি হচ্ছে। ২০৭০ সালের মধ্যে এ ধরনের ভাইরাসের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। এসব ভাইরাস প্রাণী থেকে প্রাণীতে, প্রাণী থেকে মানুষে ছড়াতে পারে।

পাঁচ বছরে ৩ হাজার ১৩৯টি বন্য প্রাণীর ওপর গবেষণা করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষণাটি করোনা মহামারি শুরু হওয়ার আগেই শেষ হয়। তবে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে এত দিন লেগেছে। ওই প্রতিবেদন তৈরির সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রোগবিষয়ক বিশেষজ্ঞ গ্রেগরি অ্যালবেরি।

তিনি বলেন, নতুন মহামারি যে আসন্ন, তা নিয়ে সংশয় নেই। কয়েক দশকে বিশ্ব অতিরিক্ত গরম হওয়ার পাশাপাশি অনেক বেশি রুগ্ন হয়ে পড়বে। জলবায়ু পরিবর্তনের জন্য ইতিমধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হলেও তা ঠেকানো যাবে না।

অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে আফ্রিকার বিভিন্ন অঞ্চল, ভারত, পূর্ব চীন, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের মতো উষ্ণ অঞ্চল ছেড়ে অপেক্ষাকৃত ঠান্ডা অঞ্চলে পাড়ি জমাচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। এর মধ্যে বাদুড় সবচেয়ে ভয়াবহ। কারণ, ভাইরাসবাহী প্রাণীদের মধ্যে বাদুড় বেশি পথ পাড়ি দিতে পারে। করোনাভাইরাসও বাদুড় থেকে মানুষে ছড়িয়েছে বলে ধারণা করা হয়।

নতুন মহামারি যেহেতু অনিবার্য, তাই তা মোকাবিলা ও স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। তবে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস ও পশু-পাখির বিলুপ্তি রোধ ইত্যাদি নিয়েও নতুন করে ভাবতে হবে মানুষকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত