Ajker Patrika

বান্দরবানে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২: ১৫
বান্দরবানে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ

বান্দরবানে মাসব্যাপী কিশোরীদের আত্মরক্ষামূলক তায়কানডো (কারাতে) প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সংস্থা (বিএনকেএস) এই প্রশিক্ষণ আয়োজন করে।

গতকাল বুধবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বান্দরবান সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু মারমা।

বিএনকেএস কর্মসূচি পরিচালক পেশল চাকমা উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিয়াকোনিয়া বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ক্যশৈহ্লা শৈচিং, প্রকল্প সমন্বয়ক উবানু মারমা, প্রকল্প কর্মকর্তা মুমু রাখাইন, প্রশিক্ষণ কর্মকর্তা পারমিতা চাকমা, জেলা তায়কানডো প্রশিক্ষক মংসিং মাং এবং প্রশিক্ষক নিয়ামুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে য়ই সা প্রু মারমা বলেন, বর্তমান সময় নারীদের আত্মরক্ষায় এই প্রশিক্ষণ কাজে লাগবে।

ডিয়াকোনিয়া বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ক্যশৈহ্লা শৈচিং আজকের পত্রিকাকে জানান, বান্দরবানের ১২ জন কিশোরীকে নিজেদের যে কোনো বিপদ থেকে আত্মরক্ষার্থে মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সবাইকে প্রশিক্ষণ সনদ ও সম্মানী প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত