Ajker Patrika

নতুন প্রতিভার সন্ধানে রুনা, বন্যা ও সামিনা

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১০: ৫৩
নতুন প্রতিভার সন্ধানে  রুনা, বন্যা ও সামিনা

পাঁচ বছর পর চ্যানেল আইয়ের পর্দায় আবারও ফিরছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ। ২০১৭ সালে হয়েছিল এ আয়োজনের সর্বশেষ আসর। সেরাকণ্ঠের এবারের সপ্তম আসরে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন খ্যাতিমান মুখ রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী  বন্যা ও সামিনা চৌধুরী। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে সেরাকণ্ঠের প্রাথমিক অডিশন রাউন্ড শুরু হবে।

আয়োজনের ঘোষণা দিতে গতকাল চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আয়োজনের স্পনসর প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরেক বিচারক সামিনা চৌধুরী বিশেষ কারণে সংবাদ সম্মেলনে আসতে পারেননি। এ ছাড়া সেরাকণ্ঠের বিভিন্ন আসরের বিজয়ীরাও এসেছিলেন।

সামিনা চৌধুরীসেরাকণ্ঠের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন সংবাদ সম্মেলনে জানান, এবারের আসরে শুধু বাংলাদেশের প্রতিযোগীরা নন, অংশ নেবেন উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীরাও। সেখানেও সেরাকণ্ঠের অডিশন হবে। এ আয়োজনের আগের আসরে প্রতিযোগীদের নির্দিষ্ট বয়সসীমা ছিল। তবে এবার সেটা রাখা হচ্ছে না। ছোট-বড় যেকোনো বয়সের প্রতিযোগী সেরাকণ্ঠ নির্বাচিত হওয়ার দৌড়ে অংশ নিতে পারবেন।

এর আগে সেরাকণ্ঠের তিনটি আসরে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন রুনা লায়লা। এবার তিনি সুপার সিক্সটিন্থ রাউন্ড থেকে বিচারকের আসনে বসবেন। অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে রুনা লায়লা বলেন, ‘এর আগে যাঁরা সেরাকণ্ঠে অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন ভালো করছেন। আমি আশা করব, এবারও আমরা অনেক ভালো কণ্ঠ খুঁজে পাব। আমার একটাই অনুরোধ, যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন, আপনারা প্লিজ গানটা ভালো করে শিখে আসবেন। নিয়মিত রেওয়াজ করবেন। এটা ছাড়া এগিয়ে যাওয়ার আর কোনো পথ নেই।’

ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর। এর আগের আসরেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত