Ajker Patrika

বাড়িতে ফেরা হলো না মাদ্রাসাছাত্র রাকিবের

গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৩: ৫৮
বাড়িতে ফেরা হলো না মাদ্রাসাছাত্র রাকিবের

ছুটির দিনে বাড়িতে ফিরছিল মাদ্রাসাছাত্র রাকিব মিয়া। তবে পথের মাঝে লরিচাপায় নিহত হয়ে বাড়ি ফেরা হলো না তার। গতকাল শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ পুখুরিয়া গ্রামে গফরগাঁও-ভালুকা সড়কের স্বর্না ব্রিকস নামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাকিব মিয়া (১৫) ভালুকা উপজেলার হাজী বাজার এলাকার খায়রুল ইসলামের ছেলে। ষোলহাসিয়া তেজপাতা মার্কেট এলাকার ইমাম হাফসা হাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র সে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাইসাইকেল চালিয়ে ভালুকায় নিজ বাড়িতে রওনা করে রাজিব। গফরগাঁও-ভালুকা সড়কে পুখুরিয়া গ্রামের বাইপাস মোড় এলাকায় বিপরীত দিক থেকে এমএমএস নামক ইটবোঝাই লরি বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাজিব মিয়া। এলাকাবাসী লরিটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।

এ সময় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ গতকাল বিকেলে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং লরিটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত