Ajker Patrika

কেউ নির্বাচনে এল কি না, দেখার বিষয় না

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৩: ৪৬
কেউ নির্বাচনে এল কি না, দেখার বিষয় না

‘তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আর আসবে না। নির্বাচন হবে, যাঁরা নির্বাচিত প্রতিনিধি, যারা সরকার গঠন করেছেন, সেই সরকারের অধীনই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচনে এল কি না, সেটা দেখার বিষয় না। আওয়ামী লীগ সরকার নির্ধারিত সময়েই নির্বাচন দেবে।’

গতকাল সোমবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক চিফ হুইপ ও সাংসদ আ স ম ফিরোজ।

কর্মিসভায় ফিরোজ আরও বলেন, ‘খালেদা জিয়া ও তারেক জিয়া দুজনই সাজাপ্রাপ্ত আসামি। নির্বাচনী বিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিরা নির্বাচন করতে পারবেন না। তাই বিএনপি অগণতান্ত্রিক পথে এসে দেশে অপশক্তি উত্থানের চেষ্টা করছে।’

কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন সিকদারের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুল আলম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক, আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরপর বেলা ৩টায় কালিশুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত