Ajker Patrika

আমন চাষে লক্ষ্যমাত্রা ছাড়াল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ৫৫
আমন চাষে লক্ষ্যমাত্রা ছাড়াল

দিগন্তজোড়া মাঠে দুলছে আমন ধানের খেত। ভালো ফলনের আশায় আমন ধানের মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনেরও স্বপ্ন বুনছেন তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মতলব উত্তরের ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ৯ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবার তা ছাড়িয়ে চাষ হয়েছে ৯ হাজার ৩৩৩ হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আমন চাষ করা হয়েছে এ উপজেলায়।

উপজেলার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে খেতের পরিচর্যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। গত বছরের চেয়ে এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে উপজেলার ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ তেল ও সার পাওয়ায় কৃষকেরা বেশ নির্ভার।

আদুরভিটি গ্রামের কৃষক নবীর হোসেন বলেন, এবারে চারা রোপণের সময় পানি সংকট থাকলেও পরবর্তীতে বৃষ্টির পানিতে ধানের গাছ এখন ভালো রয়েছে। বন্যা কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আশানুরূপ ফলন ঘরে তোলা সম্ভব।

উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু জানান, কৃষকদের খেতে কঞ্চি পুঁতে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে ওই সমস্ত কঞ্চিতে পাখি বসে জমির ক্ষতিকর পোকা নিধন করতে পারে। সেই সঙ্গে পরিচর্যা করে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা-কৌশলও কৃষকদের শেখানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাঙ্ক্ষিত ফসল অর্জনে প্রতিটি ব্লক পর্যায়ে গিয়ে ক্যাম্পেইনসহ নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও মাজরা পোকা এবং অন্যান্য আবাদ নষ্টকারী পোকার আক্রমণ থেকে বাঁচতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পার্চিংসহ আধুনিক পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছেন। ফলে উপজেলার কোথাও মাজরা পোকা, কারেন্ট পোকার আক্রমণ নেই বললেই চলে। এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত