Ajker Patrika

ভোটে নিষিদ্ধ সাংবাদিকদের মোটরসাইকেল

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০: ২৫
ভোটে নিষিদ্ধ সাংবাদিকদের মোটরসাইকেল

যশোরের চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এরই মধ্যে সাংবাদিকেরা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন।

তবে চৌগাছা উপজেলা নির্বাচন অফিস তাঁদের নোটিশ বোর্ডে ‘সাংবাদিক সংক্রান্ত নির্দেশনা’ শিরোনামে বেশ কিছু নির্দেশনা জারি করেছে।

সেখানে সবার নিচে বিশেষ দ্রষ্টব্য লিখে বলা হয়েছে, ‘মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না।’

এ বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, স্থানীয় সাংবাদিকদের কেউ তো প্রাইভেট বা মাইক্রো ব্যবহার করেন না। তাঁরা মোটরসাইকেল ঘুরেই বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহ করেন।

সাংবাদিকেরা আরও বলছেন, নির্বাচনের দিন কোথাও কোনো সহিংসতা হলে দ্রুত যাওয়ার জন্য মোটরসাইকেলই সব থেকে ভালো যানবাহন। তাহলে কেন মোটরসাইকেল ব্যবহার করতে দেওয়া হবে না? তাঁদের দাবি এটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় হবে।

গতকাল মঙ্গলবার চৌগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ চৌগাছায় কর্মরত সাংবাদিকদের তালিকা নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গেলে তাঁকে বলা হয়, ‘নোটিশ বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাগজপত্র রেখে যান। আগামীকাল (আজ বুধবার) সন্ধ্যায় কার্ড নিয়ে যাবেন।’

এ বিষয়ে তাঁর সঙ্গে আর কোনো কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার মুঠোফোনে কল করা হলে তিনি ব্যস্ত আছেন, পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত