অরুণ নন্দী
সাঁতার সব সময়ই কাটতেন অরুণ নন্দী। চাঁদপুরের মানুষ, বাজারের পাশে খালে অথই পানি। সময় পেলেই ঝাঁপিয়ে পড়তেন। গত শতাব্দীর পঞ্চাশের দশকে জেলা চ্যাম্পিয়ন হন তিনবার। দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পান দ্বিতীয় স্থান।
মুক্তিযুদ্ধ শুরু হলে হেঁটে হেঁটেই চলে গেলেন ফেনী সীমান্তে। সেখান থেকে একটানা তিন দিন হেঁটে আগরতলা। সেখানে খুঁজতে থাকেন সুইমিং ক্লাব। পছন্দ হয় বউবাজার ব্যায়াম সমিতি।
সে সময় তিনি খবর পান, যুক্তরাষ্ট্রের বি সি মুর ১৯৩২ সালে ৮৯ ঘণ্টা ৩৫ মিনিট অবিরাম সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এই রেকর্ড ভাঙতে হবে।
সে সময় কলকাতায় মুজিবনগর সরকারের ডেপুটি হাইকমিশনার হোসেন আলীর সঙ্গে কথা বলে অবিরাম সাঁতারের জন্য সময় নির্ধারিত হয় ৮ অক্টোবর। স্থান কলকাতার কলেজ স্কয়ার ট্যাংক।
পোস্টারে ছেয়ে যায় কলকাতার দেয়ালগুলো। সাঁতার শুরুর আগে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। যাঁরা অরুণ নন্দীর লাইফ সেভার ছিলেন, তাঁরা সবাই ভারতের জাতীয় দলের সাঁতারু।
পানির মধ্যে ভেসে চা, দুধ, পানি খাওয়া হচ্ছিল। এ সময় প্রচণ্ড বমি পায়। মোট ১৪ বার বমি করেন তিনি। বমির সঙ্গে রক্ত। ৯ অক্টোবর বমি কমে আসে। ১০ অক্টোবর পায়ে ক্রাম ধরে। কোচ আর ডাক্তার বলেন ক্রাম চলে যাবে। বুকে আর হাতে ভীষণ ব্যথা হতে থাকে। তারপরও অবিরাম সাঁতার কেটে যেতে থাকেন। টানা তিন দিন না ঘুমানোয় প্রচণ্ড ঘুম পায়। কাঁদতে থাকেন অরুণ। কিন্তু সবার উৎসাহে পানি থেকে উঠলেন না। এরই মধ্যে দিলীপ দের ৮১ ঘণ্টার এশিয়ান রেকর্ড ভঙ্গ করে বি সি মুরের রেকর্ড ভঙ্গ করে ফেলেন। একটানা ৯০ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কাটার পর তাঁকে ডাঙায় তুলে আনা হয়। বিশ্ব রেকর্ড করে যুদ্ধরত বাংলাদেশকে পৃথিবীর সঙ্গে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেন তিনি। তাঁকে বাহ্বা দিতে এসেছিলেন তাজউদ্দীন আহমদ, সত্যজিৎ রায়, উত্তমকুমার প্রমুখ।
সূত্র: দুলাল মাহমুদ, খেলার মাঠে মুক্তিযুদ্ধ, পৃষ্ঠা ৫২৪-৫২৭
সাঁতার সব সময়ই কাটতেন অরুণ নন্দী। চাঁদপুরের মানুষ, বাজারের পাশে খালে অথই পানি। সময় পেলেই ঝাঁপিয়ে পড়তেন। গত শতাব্দীর পঞ্চাশের দশকে জেলা চ্যাম্পিয়ন হন তিনবার। দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পান দ্বিতীয় স্থান।
মুক্তিযুদ্ধ শুরু হলে হেঁটে হেঁটেই চলে গেলেন ফেনী সীমান্তে। সেখান থেকে একটানা তিন দিন হেঁটে আগরতলা। সেখানে খুঁজতে থাকেন সুইমিং ক্লাব। পছন্দ হয় বউবাজার ব্যায়াম সমিতি।
সে সময় তিনি খবর পান, যুক্তরাষ্ট্রের বি সি মুর ১৯৩২ সালে ৮৯ ঘণ্টা ৩৫ মিনিট অবিরাম সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। এই রেকর্ড ভাঙতে হবে।
সে সময় কলকাতায় মুজিবনগর সরকারের ডেপুটি হাইকমিশনার হোসেন আলীর সঙ্গে কথা বলে অবিরাম সাঁতারের জন্য সময় নির্ধারিত হয় ৮ অক্টোবর। স্থান কলকাতার কলেজ স্কয়ার ট্যাংক।
পোস্টারে ছেয়ে যায় কলকাতার দেয়ালগুলো। সাঁতার শুরুর আগে বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। যাঁরা অরুণ নন্দীর লাইফ সেভার ছিলেন, তাঁরা সবাই ভারতের জাতীয় দলের সাঁতারু।
পানির মধ্যে ভেসে চা, দুধ, পানি খাওয়া হচ্ছিল। এ সময় প্রচণ্ড বমি পায়। মোট ১৪ বার বমি করেন তিনি। বমির সঙ্গে রক্ত। ৯ অক্টোবর বমি কমে আসে। ১০ অক্টোবর পায়ে ক্রাম ধরে। কোচ আর ডাক্তার বলেন ক্রাম চলে যাবে। বুকে আর হাতে ভীষণ ব্যথা হতে থাকে। তারপরও অবিরাম সাঁতার কেটে যেতে থাকেন। টানা তিন দিন না ঘুমানোয় প্রচণ্ড ঘুম পায়। কাঁদতে থাকেন অরুণ। কিন্তু সবার উৎসাহে পানি থেকে উঠলেন না। এরই মধ্যে দিলীপ দের ৮১ ঘণ্টার এশিয়ান রেকর্ড ভঙ্গ করে বি সি মুরের রেকর্ড ভঙ্গ করে ফেলেন। একটানা ৯০ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কাটার পর তাঁকে ডাঙায় তুলে আনা হয়। বিশ্ব রেকর্ড করে যুদ্ধরত বাংলাদেশকে পৃথিবীর সঙ্গে ভিন্নভাবে পরিচয় করিয়ে দেন তিনি। তাঁকে বাহ্বা দিতে এসেছিলেন তাজউদ্দীন আহমদ, সত্যজিৎ রায়, উত্তমকুমার প্রমুখ।
সূত্র: দুলাল মাহমুদ, খেলার মাঠে মুক্তিযুদ্ধ, পৃষ্ঠা ৫২৪-৫২৭
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫