Ajker Patrika

‘ঝুঁকিতে থাকা বাংলাদেশ উল্টো পথে হাঁটছে’

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬: ৩২
‘ঝুঁকিতে থাকা বাংলাদেশ উল্টো পথে হাঁটছে’

রাজবাড়ীতে কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।

সনাকের রাজবাড়ী জেলার সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, মোহাম্মদ সাইফুল্লাহ, সাইদা খানম, লুৎফর রহমান লাবু, ফারিয়া আক্তার রোজা, কবি খোকন মাহামুদ ও কবি নেহাল আহমেদ প্রমুখ।

সিদ্দিকুর রহমান বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন বিপর্যয়ের মধ্যে পড়বে। প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে জীবাশ্ম জ্বালানি আহরণ ও ব্যবহার কমানোর কথা থাকলেও বাস্তব চিত্র উল্টো। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশও হাঁটছে উল্টো পথে। রামপাল, মাতারবাড়ি, বাঁশখালীসহ মোট ১৯টি কয়লা ও এলএনজি ভিত্তিক প্রকল্প হচ্ছে উপকূলীয় জেলায়। ফলে উপকূলীয় জেলার দেড় কোটি মানুষের জীবন–জীবিকা হুমকিতে পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত