কার্লোস তেভেজ
তখন বোকা জুনিয়র্সের হয়ে মাঠে আলো ছড়াচ্ছিলেন হুয়ান রোমান রিকুয়েলমে। সে সময় বলবয়ের দায়িত্ব পালন করতেন তেভেজ। রিকুয়েলমের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে সে সময় একটি বিখ্যাত ছবিও তুলেছিলেন তেভেজ। তবে বেশি দিন বলবয় হয়ে থাকতে হয়নি তেভেজকে। মাত্র ১৬ বছর বয়সে বোকার হয়ে মাঠে নেমে আলো ছড়াতে শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে নিজেকে নিয়ে যান বিশ্বসেরাদের কাতারে।
ফিল ফোডেন
বর্তমানে ম্যানচেস্টার সিটির অন্যতম তারকাদের একজন ফিল ফোডেন। এই সিটিতেই ফুটবলে হাতেখড়ি তাঁর। পাশাপাশি পালন করেছেন বলবয়ের দায়িত্বও। পুরোনো একটি ছবিতে দেখা যায় সিটির সাবেক খেলোয়াড় স্টিভেন জুভেটিচ গোল উদ্যাপন করছেন, আর পেছনে বসে আছেন ছোট্ট ফোডেন। লিভারপুলের বিপক্ষে গোল করার পর পুরোনো ছবি শেয়ার করেছিলেন ফোডেন নিজেও। ক্যাপশনে লিখেছিলেন, ‘যেভাবে এটা শুরু হয়েছিল, যেভাবে চলছে।’
ওয়েসলি স্নাইডার
নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ওয়েসলি স্নাইডার ১৯৯১ সালে যোগ দেন আয়াক্সের যুবদলে। তখন আয়াক্সের হয়ে খেলতেন ক্লারেন্স সিডর্ফ, মার্ক ওভারমার্স, এডগার ডাভিডস এবং প্যাট্রিক ক্লুইভার্টের মতো তারকা। আর তারকাবহুল এই দলটির মূল ভিত ছিলেন অভিজ্ঞ ফ্রাঙ্ক রাইকার্ড। সে সময় আয়াক্সের ম্যাচে বলবয়ের কাজ করতেন স্নাইডার। রাইকার্ডের সঙ্গে তখন একটি ছবিও তুলেছিলেন বলবয় স্নাইডার। পরবর্তীকালে স্নাইডার নিজেও সাফল্যের চূড়া স্পর্শ করেন।
বের্নার্দো সিলভা
ম্যানচেস্টার সিটিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পর্তুগিজ তারকা বের্নার্দো সিলভা। ম্যানসিটির ধারাবাহিক সাফল্যের অন্যতম নায়কদের একজন সিলভা। তবে সিটিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের আগে সিলভা বেনফিকার যুবদলে নিজেকে প্রস্তুত করেন। বেনফিকার বিখ্যাত একাডেমিতেই বেড়ে ওঠেন তিনি। বেনফিকাতে থাকার সময় ২০০৮ সালে নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে বলবয়ের দায়িত্ব পালন করতে দেখা যায় তাঁকে।
ম্যাথিস ডি লিট
আয়াক্সের হয়ে খেলে প্রথম আলোচনায় আসেন ম্যাথিস ডি লিট। ২০১৮ সালে প্রথম ডিফেন্ডার হিসেবে জেতেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। এর পর ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগে আলো ছড়িয়ে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়। এর পর তাঁকে কিনে নেয় জুভেন্টাস। তবে শুরুর দিকে ডি লিটকে আয়াক্সের ম্যাচে বলবয়ের কাজ করতে দেখা যায়। যেখানে ম্যাচের ছবি তুলেছেন পছন্দের খেলোয়াড় লুইস সুয়ারেজের সঙ্গেও। সে সময় আয়াক্সের হয়ে খেলতেন ডি লিট।
কার্লোস তেভেজ
তখন বোকা জুনিয়র্সের হয়ে মাঠে আলো ছড়াচ্ছিলেন হুয়ান রোমান রিকুয়েলমে। সে সময় বলবয়ের দায়িত্ব পালন করতেন তেভেজ। রিকুয়েলমের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে সে সময় একটি বিখ্যাত ছবিও তুলেছিলেন তেভেজ। তবে বেশি দিন বলবয় হয়ে থাকতে হয়নি তেভেজকে। মাত্র ১৬ বছর বয়সে বোকার হয়ে মাঠে নেমে আলো ছড়াতে শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে নিজেকে নিয়ে যান বিশ্বসেরাদের কাতারে।
ফিল ফোডেন
বর্তমানে ম্যানচেস্টার সিটির অন্যতম তারকাদের একজন ফিল ফোডেন। এই সিটিতেই ফুটবলে হাতেখড়ি তাঁর। পাশাপাশি পালন করেছেন বলবয়ের দায়িত্বও। পুরোনো একটি ছবিতে দেখা যায় সিটির সাবেক খেলোয়াড় স্টিভেন জুভেটিচ গোল উদ্যাপন করছেন, আর পেছনে বসে আছেন ছোট্ট ফোডেন। লিভারপুলের বিপক্ষে গোল করার পর পুরোনো ছবি শেয়ার করেছিলেন ফোডেন নিজেও। ক্যাপশনে লিখেছিলেন, ‘যেভাবে এটা শুরু হয়েছিল, যেভাবে চলছে।’
ওয়েসলি স্নাইডার
নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ওয়েসলি স্নাইডার ১৯৯১ সালে যোগ দেন আয়াক্সের যুবদলে। তখন আয়াক্সের হয়ে খেলতেন ক্লারেন্স সিডর্ফ, মার্ক ওভারমার্স, এডগার ডাভিডস এবং প্যাট্রিক ক্লুইভার্টের মতো তারকা। আর তারকাবহুল এই দলটির মূল ভিত ছিলেন অভিজ্ঞ ফ্রাঙ্ক রাইকার্ড। সে সময় আয়াক্সের ম্যাচে বলবয়ের কাজ করতেন স্নাইডার। রাইকার্ডের সঙ্গে তখন একটি ছবিও তুলেছিলেন বলবয় স্নাইডার। পরবর্তীকালে স্নাইডার নিজেও সাফল্যের চূড়া স্পর্শ করেন।
বের্নার্দো সিলভা
ম্যানচেস্টার সিটিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পর্তুগিজ তারকা বের্নার্দো সিলভা। ম্যানসিটির ধারাবাহিক সাফল্যের অন্যতম নায়কদের একজন সিলভা। তবে সিটিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের আগে সিলভা বেনফিকার যুবদলে নিজেকে প্রস্তুত করেন। বেনফিকার বিখ্যাত একাডেমিতেই বেড়ে ওঠেন তিনি। বেনফিকাতে থাকার সময় ২০০৮ সালে নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে বলবয়ের দায়িত্ব পালন করতে দেখা যায় তাঁকে।
ম্যাথিস ডি লিট
আয়াক্সের হয়ে খেলে প্রথম আলোচনায় আসেন ম্যাথিস ডি লিট। ২০১৮ সালে প্রথম ডিফেন্ডার হিসেবে জেতেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। এর পর ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগে আলো ছড়িয়ে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়। এর পর তাঁকে কিনে নেয় জুভেন্টাস। তবে শুরুর দিকে ডি লিটকে আয়াক্সের ম্যাচে বলবয়ের কাজ করতে দেখা যায়। যেখানে ম্যাচের ছবি তুলেছেন পছন্দের খেলোয়াড় লুইস সুয়ারেজের সঙ্গেও। সে সময় আয়াক্সের হয়ে খেলতেন ডি লিট।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫