Ajker Patrika

বলবয় থেকে বিশ্বসেরাদের কাতারে তাঁরা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৩
বলবয় থেকে বিশ্বসেরাদের কাতারে তাঁরা

কার্লোস তেভেজ
তখন বোকা জুনিয়র্সের হয়ে মাঠে আলো ছড়াচ্ছিলেন হুয়ান রোমান রিকুয়েলমে। সে সময় বলবয়ের দায়িত্ব পালন করতেন তেভেজ। রিকুয়েলমের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে সে সময় একটি বিখ্যাত ছবিও তুলেছিলেন তেভেজ। তবে বেশি দিন বলবয় হয়ে থাকতে হয়নি তেভেজকে। মাত্র ১৬ বছর বয়সে বোকার হয়ে মাঠে নেমে আলো ছড়াতে শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে নিজেকে নিয়ে যান বিশ্বসেরাদের কাতারে। 

ফিল ফোডেনফিল ফোডেন
বর্তমানে ম্যানচেস্টার সিটির অন্যতম তারকাদের একজন ফিল ফোডেন। এই সিটিতেই ফুটবলে হাতেখড়ি তাঁর। পাশাপাশি পালন করেছেন বলবয়ের দায়িত্বও। পুরোনো একটি ছবিতে দেখা যায় সিটির সাবেক খেলোয়াড় স্টিভেন জুভেটিচ গোল উদ্‌যাপন করছেন, আর পেছনে বসে আছেন ছোট্ট ফোডেন। লিভারপুলের বিপক্ষে গোল করার পর পুরোনো ছবি শেয়ার করেছিলেন ফোডেন নিজেও। ক্যাপশনে লিখেছিলেন, ‘যেভাবে এটা শুরু হয়েছিল, যেভাবে চলছে।’ 

ওয়েসলি স্নাইডারওয়েসলি স্নাইডার
নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার ওয়েসলি স্নাইডার ১৯৯১ সালে যোগ দেন আয়াক্সের যুবদলে। তখন আয়াক্সের হয়ে খেলতেন ক্লারেন্স সিডর্ফ, মার্ক ওভারমার্স, এডগার ডাভিডস এবং প্যাট্রিক ক্লুইভার্টের মতো তারকা। আর তারকাবহুল এই দলটির মূল ভিত ছিলেন অভিজ্ঞ ফ্রাঙ্ক রাইকার্ড। সে সময় আয়াক্সের ম্যাচে বলবয়ের কাজ করতেন স্নাইডার। রাইকার্ডের সঙ্গে তখন একটি ছবিও তুলেছিলেন বলবয় স্নাইডার। পরবর্তীকালে স্নাইডার নিজেও সাফল্যের চূড়া স্পর্শ করেন। 

বের্নার্দো সিলভাবের্নার্দো সিলভা
ম্যানচেস্টার সিটিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন পর্তুগিজ তারকা বের্নার্দো সিলভা। ম্যানসিটির ধারাবাহিক সাফল্যের অন্যতম নায়কদের একজন সিলভা। তবে সিটিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের আগে সিলভা বেনফিকার যুবদলে নিজেকে প্রস্তুত করেন। বেনফিকার বিখ্যাত একাডেমিতেই বেড়ে ওঠেন তিনি। বেনফিকাতে থাকার সময় ২০০৮ সালে নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে বলবয়ের দায়িত্ব পালন করতে দেখা যায় তাঁকে। 

ম্যাথিস ডি লিটম্যাথিস ডি লিট
আয়াক্সের হয়ে খেলে প্রথম আলোচনায় আসেন ম্যাথিস ডি লিট। ২০১৮ সালে প্রথম ডিফেন্ডার হিসেবে জেতেন গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। এর পর ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগে আলো ছড়িয়ে নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়। এর পর তাঁকে কিনে নেয় জুভেন্টাস। তবে শুরুর দিকে ডি লিটকে আয়াক্সের ম্যাচে বলবয়ের কাজ করতে দেখা যায়। যেখানে ম্যাচের ছবি তুলেছেন পছন্দের খেলোয়াড় লুইস সুয়ারেজের সঙ্গেও। সে সময় আয়াক্সের হয়ে খেলতেন ডি লিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত