Ajker Patrika

কঠিন চীবর দানোৎসবে সবার মঙ্গল কামনা

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৩: ৫০
কঠিন চীবর দানোৎসবে সবার মঙ্গল কামনা

বিশ্বের সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় রাঙামাটির বিভিন্ন বৌদ্ধবিহারে উদ্‌যাপিত হচ্ছে কঠিন চীবর দানোৎসব। গত সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী দানোৎসব গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়। দানোৎসব ঘিরে পুণ্যার্থীদের আগমন ঘটে বিহার এলাকায়। অনুষ্ঠানে মহামারি করোনা থেকে পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

কর্মসূচির মধ্যে বুদ্ধপূজাদান, বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কারদান, কঠিন চীবরদান, পঞ্চশীল প্রার্থনা, হাজার বাতিদান, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণ ও উৎসর্গসহ নানাবিধ দান উল্লেখযোগ্য। শেষে পুণ্যার্থীরা হাজার বাতি প্রজ্বালন করেন ও ফানুস উড়ান।

লংগদু তিনটিলা বনবিহারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, তিনটিলা বনবিহার পরম শ্রদ্ধেয় ভান্তের স্মৃতিবিজড়িত স্থান। এখানে অবস্থান করে তিনি সাধনা লাভ করেছিলেন। তিনটিলা বিহার থেকেই ভান্তে ধর্ম প্রচার করেছেন। এই জায়গাকে সংরক্ষণ করা প্রয়োজন। এর জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

রাঙামাটি: জেলার সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে নির্বাণপুর বনভাবনা কেন্দ্রে উদ্‌যাপিত হয়েছে ২৪তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। এ জন্য দূর-দূরান্ত থেকে হাজারো পুণ্যার্থীর ঢল নামে নির্বাণপুর বনভাবনা কেন্দ্রে। এতে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। সূত্র পাঠ করেন নির্বাণপুর বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবির। ধর্মদেশনা দেন ধর্মসভায় সংঘপ্রধান প্রিয়দর্শী মহাস্থবির, বোধিপুর বনবিহার অধ্যক্ষ জিনোবধি মহাস্থবিরসহ অন্যরা।

লংগদু: রাঙামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহারে ২৩তম কঠিন চীবর দানোৎসব গতকাল মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। এদিন প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। মান্টি চাকমা ও চম্পা চাকমার অনুষ্ঠান পরিচালনায় পঞ্চশীল প্রার্থন পাঠ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা। স্বাগত বক্তব্য দেন চীবরদান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক রকি চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদিন। ধর্মীয় দেশনা দেন তিনটিলা বনবিহার অধ্যক্ষ ধর্মলোক স্থবির, কাটাছড়ি বনভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, ফুরোমন আন্তর্জাতিক বনভাবনা কেন্দ্র ভান্তে বৃগুমহাস্থবির।

বরকল: রাঙামাটি বরকল উপজেলায় আইমাছড়া শাখা বিহারে কঠিন চীবরদান উদ্‌যাপিত হয়েছে। বনবিহার অধ্যক্ষ জ্যোতিপাল ভিক্ষুর সভাপতিত্বে সভায় ধর্মদেশনা দেন প্রধান ভান্তে জিনপ্রিয় মহাস্থবির, বিমলানন্দ মহাস্থবির, সুদ্ধমানন্দ মহাস্থবির প্রমুখ।

আইমাছড়া শাখা বনবিহার বুড্ডিস্ট সোসাইটি ঐক্য পরিষদের সদস্য লিটন চাকমা ও রত্নাবতী চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইমাছড়া বনবিহার পরিচালনা কমিটির সভাপতি মঙ্গলেশ্বর চাকমা। এ সময় আর্যবোধি মহাস্থবির, ভদ্দিয় মহাস্থবির, কল্যাণমিত্র মহাস্থবির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত