কিশোরগঞ্জ প্রতিনিধি
উজানের ঢলের প্রভাবে গেল কদিন ধরেই কিশোরগঞ্জের হাওরাঞ্চল দিয়ে বয়ে চলা ধনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে করে জেলার ইটনা উপজেলার পাঁচটি হাওরের ফসল রক্ষা বাঁধগুলো রয়েছে অধিক ঝুঁকিতে। বাঁধ ভেঙে বা উপচে পানি ঢুকে খেত তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধা পাকা ধান কেটেছেন কৃষক।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সাত দিন পর ধনু নদীর পানি গতকাল রোববার কিছুটা কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, ইটনা উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটি হাওরের মধ্যে কুনিয়ার হাওরে ৮০ শতাংশ, ধনপুর হাওরে ৯৮ শতাংশ, জিউলের হাওরে ৮০ শতাংশ, মৃঘা হাওরে ৭৫ শতাংশ ও বাগুইল্লার হাওরে ৯৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
ইটনা উপজেলার মৃঘা হাওরের কৃষক কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পানির ডরে সরকারের মাইকিং শুনে কাঁচা-পাকনা ধান কাটছি। এতে কইরা অর্ধেক ধান নষ্ট হইছে। খরচ তো দূরের কথা, কামলা খরচ দেওয়াও অহন হইতো না। চৈত মাসে পানি আইবো আগে যানতাম না। সামনে ঈদ, বউ পোলাপানের নতুন জামা কাপড় কিনা আর হইলো না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এপ্রিলের প্রথমেই অপ্রত্যাশিত উজানের ঢলে জেলার ইটনা, মিঠামইন, নিকলী, বাজিতপুর উপজেলার হাওরাঞ্চলের নদী অববাহিকার ৭০৫ হেক্টর বোরো খেত তলিয়ে যায়। এতে করে অনেক কৃষকের ক্ষতি হয়েছে।
এ কর্মকর্তা আরও বলেন, ‘ধনু নদীর পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় ইটনা উপজেলার পাঁচটি হাওর অধিক ঝুঁকিতে ছিল। আমরা তখন ৮০ শতাংশ ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছি কৃষকদের। তখনো ধান পুরোপুরি পাকেনি, তাই হাওর তলিয়ে যাওয়ার ভয়ে ৮০ শতাংশ পাকার আগেও অনেক কৃষক ধান কেটেছেন। চলতি বছর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘নদী অববাহিকার যে ৭০৫ হেক্টর জমির ধান প্লাবিত হয়ে নষ্ট হয়েছে, সে সব কৃষকের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। তালিকা প্রস্তুত হলে আমরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের জন্য পাঠাব। আশা করি, ক্ষতিগ্রস্ত কৃষকেরা অনুদান পাবেন।’
উজানের ঢলের প্রভাবে গেল কদিন ধরেই কিশোরগঞ্জের হাওরাঞ্চল দিয়ে বয়ে চলা ধনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে করে জেলার ইটনা উপজেলার পাঁচটি হাওরের ফসল রক্ষা বাঁধগুলো রয়েছে অধিক ঝুঁকিতে। বাঁধ ভেঙে বা উপচে পানি ঢুকে খেত তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধা পাকা ধান কেটেছেন কৃষক।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সাত দিন পর ধনু নদীর পানি গতকাল রোববার কিছুটা কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, ইটনা উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ পাঁচটি হাওরের মধ্যে কুনিয়ার হাওরে ৮০ শতাংশ, ধনপুর হাওরে ৯৮ শতাংশ, জিউলের হাওরে ৮০ শতাংশ, মৃঘা হাওরে ৭৫ শতাংশ ও বাগুইল্লার হাওরে ৯৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
ইটনা উপজেলার মৃঘা হাওরের কৃষক কামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পানির ডরে সরকারের মাইকিং শুনে কাঁচা-পাকনা ধান কাটছি। এতে কইরা অর্ধেক ধান নষ্ট হইছে। খরচ তো দূরের কথা, কামলা খরচ দেওয়াও অহন হইতো না। চৈত মাসে পানি আইবো আগে যানতাম না। সামনে ঈদ, বউ পোলাপানের নতুন জামা কাপড় কিনা আর হইলো না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এপ্রিলের প্রথমেই অপ্রত্যাশিত উজানের ঢলে জেলার ইটনা, মিঠামইন, নিকলী, বাজিতপুর উপজেলার হাওরাঞ্চলের নদী অববাহিকার ৭০৫ হেক্টর বোরো খেত তলিয়ে যায়। এতে করে অনেক কৃষকের ক্ষতি হয়েছে।
এ কর্মকর্তা আরও বলেন, ‘ধনু নদীর পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় ইটনা উপজেলার পাঁচটি হাওর অধিক ঝুঁকিতে ছিল। আমরা তখন ৮০ শতাংশ ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছি কৃষকদের। তখনো ধান পুরোপুরি পাকেনি, তাই হাওর তলিয়ে যাওয়ার ভয়ে ৮০ শতাংশ পাকার আগেও অনেক কৃষক ধান কেটেছেন। চলতি বছর কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘নদী অববাহিকার যে ৭০৫ হেক্টর জমির ধান প্লাবিত হয়ে নষ্ট হয়েছে, সে সব কৃষকের তালিকা তৈরি করছে কৃষি বিভাগ। তালিকা প্রস্তুত হলে আমরা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের জন্য পাঠাব। আশা করি, ক্ষতিগ্রস্ত কৃষকেরা অনুদান পাবেন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫