Ajker Patrika

নিম্নবিত্তের ভরসা অলিগলির দোকান

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৩: ১৫
নিম্নবিত্তের ভরসা অলিগলির দোকান

ঈদ এলেই ধনী-গরিব নির্বিশেষে সবাই চেষ্টা করেন সামর্থ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে এবং প্রিয়জনকে উপহার দিতে। এ ক্ষেত্রে অনেক নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আশ্রয়স্থল অলিগলির ছোট দোকান কিংবা ফুটপাতের মার্কেট। এই মানুষগুলো বিভিন্ন দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন কেনাকাটা।

মৌলভীবাজার জেলা শহরের সেন্ট্রাল রোড়, কোর্ট রোড, পশ্চিম বাজারসহ কুসুমবাগ এলাকায় রয়েছে এমন অনেক দোকান। এই সময়ে এসব মার্কেটে ধুম পড়ে কেনাকাটার। কারণ এখানে পাওয়া যায় সাধ্যের মধ্যে প্রয়োজনীয় নানা রুচিসম্মত পোশাক।

সেন্ট্রাল রোডের চৌমহনা থেকে কুসুমবাগ পর্যন্ত বেশ কয়েকটি মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতাদের ভিড়। মার্কেটের ছোট প্রতিটি দোকানে তিন-পাঁচজন করে কেনাকাটা করছেন।

দোকানিরা জানান, অন্যবারের চেয়ে এবার ক্রেতা তুলনামূলক কম। তবে শিশুদের পোশাকের বিভিন্ন দোকানে কিছুটা ভিড়। দোকানগুলোতে বড়দের পাঞ্জাবি সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোটদের পাঞ্জাবি ১৫০ থেকে ৩০০, পায়জামা ২০০ থেকে ৪০০ টাকা। রয়েছে শিশুদের জামা ২০০ থেকে ৩০০ টাকা, ছেলেদের টি-শার্ট ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

সেন্ট্রাল রোডের বিক্রেতা ইয়ারিস আলী বলেন, ‘দুপুরে ও সন্ধ্যার পর ক্রেতার ভিড় হয়। যদিও অধিকাংশ ক্রেতা কেনাকাটা শুরু করেননি। আগামী তিন-চার দিনের মধ্যে মার্কেট পুরোদমে জমবে।’

দোকানমালিক ইয়াওর মিয়া বলেন, ‘এবার ঈদে নতুন ডিজাইনের পোশাক এসেছে। বড় অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের এখানে পণ্যের দাম কম। তাই ক্রেতারা ভিড় করছেন।’

রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওর থেকে কেনাকাটা করতে আসা ছয়ফুল মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ এত টাকা নাই। তাই ছোট দোকান থেকে কাপড় কিনি।’

কমলগঞ্জ থেকে আসা চা জনগোষ্ঠীর সদস্য খায়রুন বেগম বলেন, ‘বাচ্চার জন্য ঈদের কাপড় কিনতে এসেছি। যা রোজগার করি, কোনো রকম বেঁচে আছি। এখানে কম দামে পছন্দমতো কাপড় পাওয়া যায়।’

ক্রেতা সায়মন আলী বলেন, প্রতিবছর ছোট দোকানগুলোয় কেনাকাটা করি। তারা প্রথমে দাম একটু বেশি চায়। তবে দরকষাকষির পর সাধ্যের মধ্যে কেনাকাটা করা যায়।

সমাজকর্মী খালেদ হাসান বলেন, ‘মানুষের ব্যয় বেড়েছে, বাড়েনি আয়। নিত্যপণ্যের অধিক দামের কারণে দরিদ্র মানুষ নিষ্পেষিত হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত