Ajker Patrika

নৌকার নির্বাচনী অফিস ও দোকানে আগুন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০: ৫৯
নৌকার নির্বাচনী অফিস ও দোকানে আগুন

‘নৌকায় ভোট দিলে বউ–পোলাপান নিয়ে দেশে থাকতে পারবা না। প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, প্রতিদিন রাতে মোটরসাইকেল মহড়া দিচ্ছে, হিন্দু মহিলাদের নানা রকম ভয়–ভীতি দেখাচ্ছে।’ এমন অভিযোগ করেছেন পিরোজপুর সদর উপজেলা শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ভোটার যদু নাথ দাস।

শিকদার মল্লিক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে গত রোববার গভীর রাতে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও আওয়ামী লীগ সমর্থিত এক ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দেন প্রতিপক্ষের লোকেরা বলে জানান, ইউপির আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলাম।

ব্যবসায়ী সবুজ মণ্ডল অভিযোগ করে জানান, নৌকা মার্কার সমর্থক হওয়ার কারণে তাঁর দোকানের পাশে থাকা নৌকা মার্কার নির্বাচনী অফিস ও তাঁর দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে আগুন দেওয়ায় কেউ আগুন নেভাতে পারেননি। দোকানসহ দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৩–৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন তাঁদের সঙ্গে বিরোধী দলের মতো আচরণ করছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হুমকির কথা প্রশাসনকে জানালেও প্রশাসন তেমন ব্যবস্থা নিচ্ছে না।

পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, দোকান ও নৌকা মার্কার প্রচার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা জানার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে তাই কারা এ কাজ করেছে তা শনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত