Ajker Patrika

কাউন্সিলরকে মুচলেকায় ছাড় পুলিশের

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০: ৫৮
কাউন্সিলরকে মুচলেকায় ছাড় পুলিশের

পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হামলার ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া পৌর কাউন্সিলর রেজাউল হাসান লাবুকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পটুয়াখালী সদর থানা–পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ও সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার উপস্থিত হয়ে, তাঁদের জিম্মায় মুচলেকা দিয়ে থানা থেকে নিয়ে আসেন তাঁকে।

এর আগে পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লাবুকে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনায় রাতে থানার সামনে আধঘণ্টা ধরে বিক্ষোভ করেন তাঁর কর্মী–সমর্থকেরা। এ সময় থানার মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, রাতে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ও উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার মুচলেকা দিয়ে পৌর কাউন্সিলরকে নিয়ে যান।

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধা ও তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে ৫ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের লোহালিয়া খেয়াঘাট এলাকা থেকে রেজাউল হাসান লাবুকে থানায় নিয়ে আসে পুলিশ। আহত চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধার অভিযোগ, রেজাউল হাসান লাবুর নেতৃত্বে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত