Ajker Patrika

শিশুদের শিক্ষাদীক্ষা

ড. এ এন এম মাসউদুর রহমান
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৬: ৫৫
শিশুদের  শিক্ষাদীক্ষা

শিশু ছেলে হোক বা মেয়ে আল্লাহর বড় নেয়ামত। জন্ম থেকে মা-বাবা তাদের লালনপালন ও কল্যাণ কামনায় ব্যস্ত থাকেন। শিশুর জন্মের পর মা-বাবার দায়িত্ব সন্তানের ডান কানে আজান এবং বাঁ কানে একামত দেওয়া এবং লালনপালনের পাশাপাশি তাদের সুশিক্ষা দেওয়া। শিশু দোলনা থেকেই বিভিন্ন বিষয় শিখতে থাকে। ইসলামের দৃষ্টিতে কথা বলার শুরুতে কালিমা তাইয়েবা শেখানো আবশ্যক। মহানবী (সা.) বলেন, ‘তোমরা নিজ শিশুদের সর্বপ্রথম যে কথাটি শেখাবে, সেটি যেন হয় ‘লা ইলাহা ইল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই।’ (শুআবুল ইমান)

ইমানের পাশাপাশি আল্লাহ ও রাসুলের পরিচয়, হালাল-হারাম, পাক-পবিত্রতা ও আল্লাহর ওপর ভরসা সম্পর্কে তালিম দেওয়াও শিশুশিক্ষার অন্যতম অংশ। মহানবী (সা.) ছোটদের ক্ষেত্রে বলতেন, ‘তোমরা প্রার্থনা করলে আল্লাহর কাছেই প্রার্থনা করবে, সাহায্য চাইলে আল্লাহর কাছেই সাহায্য চাইবে।’ অন্য হাদিসে তিনি বলেন, ‘তোমরা নিজ সন্তানদের সাত বছর বয়সে নামাজের আদেশ দেবে। দশ বছর বয়সে নামাজ না পড়লে তাদের মৃদু প্রহার করবে এবং এ বয়সে তাদের বিছানা পৃথক করে দেবে।’ তিনি আরও বলেন, ‘জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।’

মহানবী (সা.) বলেন, ‘বাবা সন্তানকে যে উপঢৌকন দেন, তন্মধ্যে সর্বোত্তম হলো সুশিক্ষা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া।’ মেয়েশিশু হলে তাকে পর্দার ব্যাপারে মানসিকভাবে তৈরি করাও অন্যতম দায়িত্ব। যে শিক্ষার মধ্যে আল্লাহ ও তাঁর রাসুলকে চেনার বিষয়টি নিহিত থাকে, সে শিক্ষাই কেবল ইসলাম সমর্থন করে। যে শিক্ষা আল্লাহ ও রাসুলকে চেনায় না বরং তাঁদের বিরোধী করে তোলে, সে শিক্ষা ইসলাম সমর্থন করে না। তাই শিশুকে শৈশবকালেই আল্লাহ ও রাসুল (সা.) প্রদর্শিত পথের শিক্ষাদীক্ষা দেওয়া আমাদের একান্ত দায়িত্ব।

ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত