Ajker Patrika

বসতভিটা দখলের অভিযোগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪১
বসতভিটা দখলের অভিযোগ

জামালপুরের মেলান্দহ উপজেলার পশ্চিম ব্রাহ্মণপাড়া এলাকায় এক ব্যক্তির বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জনের বিরুদ্ধে। এ ঘটনায় মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। ভুক্তভোগী হাজরাবাড়ী পৌরসভার পশ্চিম ব্রাহ্মণপাড়া মৃত তৈয়র আলীর ছেলে।

গত ১২ সেপ্টেম্বর মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের কাছে বাড়ি ভিটা দখলের লিখিত অভিযোগ দেন শহিদুল ইসলাম। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মেলান্দহ উপজেলার পশ্চিম ব্রাহ্মণপাড়ায় খাস ৯ শতাংশ জমি শহিদুল ইসলামের তিন দাদার নামে পত্তন ছিল। ভুক্তভোগীর দাদারা জীবিত থাকতে ওই জমি দখলে ছিল। তাঁদের মৃত্যুর পর উত্তরাধিকারী সূত্রে পাওয়ার কথা দাবি করেন শহিদুল ইসলাম। কিন্তু গ্রামের ইসকর ওয়াসিম, ইয়াসিন মমিন এবং মৃত মিছিলের সন্তানেরা জোরপূর্বক তাঁদের জমি দখল করেছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। এই সঙ্গে দখলদাররা প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বলে দাবি করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগীর পরিবার গৃহহীন হয়ে পড়েছেন।

মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি সাক্ষর করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তা পাঠিয়ে দেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে নিতে বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, ‘বসত বাড়ি না থাকায় অন্যের বাড়িতে থাকতে হচ্ছে। থাকার মতো একটু জমি চাচ্ছি। আমাকে একটি সরকারি ঘর দিলও খুশি।’

অভিযুক্ত ওয়াসিম বলেন, ‘আমাদের জমিতে আমার দাদা তাঁদের থাকতে দিয়েছিল। তাঁদের জায়গা জমি ছিল না। জমি দখল সূত্রে তাঁদের নামে বি আর এস রেকর্ড হয়। শহিদুলের বাবা আমাদের জমি থেকে নিজ ইচ্ছায় চলে যান।’

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে কোর্টে পাঠানো হয়েছে। কোর্ট থেকে পরবর্তী নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত