Ajker Patrika

পার্বত্যাঞ্চলে নিউমোনিয়ায় শিশুর মৃত্যু

সম্পাদকীয়
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯: ৩৮
পার্বত্যাঞ্চলে নিউমোনিয়ায় শিশুর মৃত্যু

দুই সপ্তাহে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান সদর হাসপাতালে নিউমোনিয়ায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতালগুলোতে কর্তব্যরত চিকিৎসকদের সূত্রে গণমাধ্যমে খবর বের হয়েছে। শিশুমৃত্যুর ঘটনাটি উদ্বেগজনক হলেও এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্টদের খুব হেলদোল আছে বলে মনে হয় না। এমন ঘটনা রাজধানী বা বড় কোনো শহরের হলে কিংবা মৃত শিশুরা কোনো হোমরাচোমরা পরিবারের হলে হয়তো প্রতিক্রিয়া ভিন্নতর হতো। হইচই বেশি হতো। গণমাধ্যমের নজরও আরও বেশি পড়ত।

পার্বত্যাঞ্চলের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ করে লিখেছেন, এলাকাটা পাহাড়ি, অবহেলিত এবং মৃত শিশুরা প্রান্তিক জনগোষ্ঠীর বলেই হয়তো বিষয়টি নিয়ে তেমন শোরগোল নেই। যেকোনো মৃত্যুর ঘটনাই দুঃখজনক। আর মৃত্যু যদি শিশুর হয় এবং সেটা আবার বিনা চিকিৎসায় বা চিকিৎসকের অবহেলায়, তাহলে দুঃখ রাখার জায়গা থাকে না।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গণমাধ্যমের কাছে বলেছেন, ‘১৪ দিনে ৭টি শিশু নিউমোনিয়ায় মারা গেছে এবং হাসপাতালের শিশু ইউনিটের প্রায় সব শয্যা শিশু রোগীতে ভর্তি। মারা যাওয়ার আগে আমরা ওই শিশুদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেছিলাম। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। কিন্তু মা-বাবা আর্থিক সমস্যার কারণে তাদের নিয়ে যেতে পারেননি। মারা যাওয়া ও হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশই জেলার প্রত্যন্ত অঞ্চলের।’

খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার অবশ্য আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুকে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।’

এ ছাড়া রাঙামাটি ও বান্দরবান সদর হাসপাতালেও নিউমোনিয়া ও ঠান্ডাজনিত জটিলতায় ৭ শিশু মারা গেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের একজন শিশু বিশেষজ্ঞ বলেছেন, হাসপাতালে যেসব শিশু মারা গেছে, তাদের বেশির ভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। এ ছাড়া চিকিৎসকদের গাফিলতিও ছিল, যাঁরা রোগীদের ঠিকঠাক যত্ন নেননি।

চিকিৎসকের গাফিলতির অভিযোগ গুরুতর এবং এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক যখন তোলেন, তখন সেটাকে উপেক্ষা করা বা হালকাভাবে নেওয়া ঠিক নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কি অভিযুক্ত চিকিৎসককে এ ব্যাপারে জবাবদিহির আওতায় আনতে উদ্যোগী হবে?

পার্বত্য জেলাগুলোয় আকস্মিকভাবে শিশুরা কেন ব্যাপকভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, এর পেছনে বিশেষ কোনো ভূপ্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণ আছে কি না এবং এর প্রতিকারের কোনো উপায় আছে কি না, তা গুরুত্ব দিয়ে দেখা দরকার। এমনিতেই করোনা নিয়ে সারা দেশে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তার ওপর পার্বত্যাঞ্চলে দরিদ্র পরিবারের শিশুমৃত্যুর ঘটনা বিশেষ মনোযোগ দাবি করতেই পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত