আজকের পত্রিকা ডেস্ক
দেশে বসে স্নাতক করলেও, অনেক শিক্ষার্থী স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে নিতে চান। কিন্তু দেখা যায়, বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য খরচের দিক থেকে কম ঝক্কি পোহাতে হয় না। তাই প্রধানমন্ত্রী ফেলোশিপ নীতিমালা-২০২২ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে উচ্চশিক্ষায় (স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি) ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’ প্রদান করা হবে।
বাংলাদেশের নাগরিকেরা শর্ত সাপেক্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় উচ্চশিক্ষায় প্রধানমন্ত্রীর ফেলোশিপ দেওয়া হবে।
এই ফেলোশিপের আওতায় স্নাতকোত্তরে পড়ার জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ ৪৮ মাসের ফেলোশিপ পাবেন নির্বাচিত ব্যক্তিরা। তবে সে ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং অনুযায়ী স্নাতকোত্তরে বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয় এবং পিএইচডিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার আনতে হবে।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধা
আবেদনের শর্তাবলি
আবেদন প্রক্রিয়া
আবেদনকারী ব্যক্তিকে প্রথমেই ফেলোশিপের ওয়েবসাইট -এ প্রবেশ করে একটি পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনকারী ব্যক্তি ফেলোশিপের ওয়েবসাইটে নিজের একটি ইমেইল অ্যাকাউন্টে মোবাইল নম্বর ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনকারী ব্যক্তি তাঁর আবেদন তৈরি এবং জমা দিতে পারবেন।
আবেদন জমা দেওয়ার পর কোনো ভুল হলে তা একাধিকবার সংশোধনের সুযোগ আছে। আবেদন জমা দেওয়ার পরই ই-মেইল ও মোবাইল ফোনে নিশ্চয়তা সূচক একটি বার্তা পাবেন আবেদনকারী ব্যক্তিরা। জমা দেওয়ার জন্য আবেদনের হার্ড কপি সংরক্ষণ করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৩০ এপ্রিল ২০২৩, বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।
গ্রন্থনা: মুসাররাত আবির
দেশে বসে স্নাতক করলেও, অনেক শিক্ষার্থী স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে নিতে চান। কিন্তু দেখা যায়, বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য খরচের দিক থেকে কম ঝক্কি পোহাতে হয় না। তাই প্রধানমন্ত্রী ফেলোশিপ নীতিমালা-২০২২ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে উচ্চশিক্ষায় (স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি) ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’ প্রদান করা হবে।
বাংলাদেশের নাগরিকেরা শর্ত সাপেক্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পড়তে প্রধানমন্ত্রীর ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় উচ্চশিক্ষায় প্রধানমন্ত্রীর ফেলোশিপ দেওয়া হবে।
এই ফেলোশিপের আওতায় স্নাতকোত্তরে পড়ার জন্য সর্বোচ্চ ১৮ মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ ৪৮ মাসের ফেলোশিপ পাবেন নির্বাচিত ব্যক্তিরা। তবে সে ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিং অনুযায়ী স্নাতকোত্তরে বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয় এবং পিএইচডিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার আনতে হবে।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধা
আবেদনের শর্তাবলি
আবেদন প্রক্রিয়া
আবেদনকারী ব্যক্তিকে প্রথমেই ফেলোশিপের ওয়েবসাইট -এ প্রবেশ করে একটি পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনকারী ব্যক্তি ফেলোশিপের ওয়েবসাইটে নিজের একটি ইমেইল অ্যাকাউন্টে মোবাইল নম্বর ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনকারী ব্যক্তি তাঁর আবেদন তৈরি এবং জমা দিতে পারবেন।
আবেদন জমা দেওয়ার পর কোনো ভুল হলে তা একাধিকবার সংশোধনের সুযোগ আছে। আবেদন জমা দেওয়ার পরই ই-মেইল ও মোবাইল ফোনে নিশ্চয়তা সূচক একটি বার্তা পাবেন আবেদনকারী ব্যক্তিরা। জমা দেওয়ার জন্য আবেদনের হার্ড কপি সংরক্ষণ করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৩০ এপ্রিল ২০২৩, বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।
গ্রন্থনা: মুসাররাত আবির
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫