Ajker Patrika

সততার দৃষ্টান্ত স্থাপন করল রিকশাচালক শাহীন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ২১
সততার দৃষ্টান্ত স্থাপন করল রিকশাচালক শাহীন

গাজীপুরের কাপাসিয়ায় সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মো. শাহীন (১৭) নামের এক রিকশাচালক। গতকাল মঙ্গলবার সকালে এক যাত্রীর হারিয়ে ফেলা ১ লাখ ৬০ হাজার টাকা ফিরিয়ে দিয়েছে সে। টাকা ফিরে পেয়ে মালিক খুশি হয়ে তাকে পুরস্কার দিতে চাইলেও সে তা নেয়নি। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছে শাহীন।

কাপাসিয়া বাজারের মুদি দোকানি মজিবুর রহমান বলেন, মঙ্গলবার সকালে রিকশা দিয়ে তিনি গ্রামের বাড়ি সদর ইউনিয়নের কান্দানিয়ায় যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে জামার পকেটে রাখা ১ লাখ ৬০ হাজার টাকা খুঁজতে থাকেন। টাকা না পেয়ে রিকশা থেকে নেমে দৌড়ে ফিরে আসেন কাপাসিয়া বাজারে। এরপরও টাকা খুঁজে না পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

মজিবুর বলেন, আশপাশের লোকজন ছুটে এসে তাঁর মাথায় পানি ঢালার পর জ্ঞান ফিরলে তিনি তাঁদের টাকা হারানোর কথা জানান। এরই মধ্যে কাপাসিয়া বাজারের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ছুটে আসে রিকশাচালক শাহীন। দিশেহারা মজিবুরকে দেখেই সে পলিথিনে মোড়ানো টাকার বান্ডিল তুলে দেন তাঁর হাতে।

রিকশাচালক শাহীন বলে, ওই যাত্রী নেমে যাওয়ার পর সে তার ভাড়া বাসার কাছাকাছি গিয়ে রিকশায় পড়ে থাকা পলিথিনে মোড়ানো বান্ডিল দেখতে পায়। তা খুলে দেখেন টাকা। তখনই সে ওই যাত্রীকে খুঁজতে বাজারে দিকে আসে।

পুরস্কারের টাকা নিতে অনীহা কারণ হিসেবে শাহীন বলে, ‘ওই টাকাটা মালিককে ফিরিয়ে দেওয়াটাই আমার কর্তব্য। এর বিনিময়ে আমি কোনো কিছুই চাই না।’

শাহীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বেশ কয়েক বছর ধরে সপরিবারে কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামে ভাড়া বাসায় থেকে রিকশা চালায় সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত