Ajker Patrika

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ব্যবহার বিভ্রাট’

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ব্যবহার বিভ্রাট’

প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘ব্যবহার বিভ্রাট’। নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। প্রতিবছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। প্রতিটি নাটকেই থাকে সামাজিক বক্তব্য। হানিফ সংকেত জানিয়েছেন, বরাবরের মতো এবারও তাঁর নাটকে পাওয়া যাবে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। নাটকের নামটিও ব্যতিক্রমী।

একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী, তত্ত্বাবধায়ক ও তাঁদের স্ত্রীদের নিয়ে গড়ে উঠেছে ব্যবহার বিভ্রাট নাটকের গল্প। সদ্য বিবাহিত দম্পতি নিরাপত্তাপ্রহরী ও তার স্ত্রী সুখে-শান্তিতে বসবাস করছিল। হঠাৎ তাদের সংসারে নেমে আসে অশান্তি। আর অশান্তির কারণ প্রযুক্তির অপব্যবহার।

সূচনা সংগীতে তুলে ধরা হয়েছে নাটকের মূল বক্তব্য। ‘সবকিছুতেই আছে রে ভাই ভালো-মন্দ দিক, ভালো দিকটা বুঝলে পরে সকল কাজই ঠিক’—এমন কথায় গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীত আয়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।

ব্যবহার বিভ্রাটের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল ও নজরুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত