বাংলাদেশের বিজয় অর্জনের ৫০ বছর পূর্ণ হলো গতকাল। সারা দেশের মতো পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নেন সবাই। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর–
আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ মাহফিল ও উন্নতমানের খাবার বিতরণ
তালতলী (বরগুনা): গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন প্রমুখ।
পিরোজপুর: মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ। সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ।
নেছারাবাদ (পিরোজপুর): মহান বিজয় দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ–বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোশারেফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ ছাড়া রচনা প্রতিযোগিতা ও শরীর চর্চা প্রদর্শনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভান্ডারিয়া (পিরোজপুর): পিরোজপুরের ভান্ডারিয়ায় সকাল ৯টায় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ (পটুয়াখালী): মির্জাগঞ্জে হাসপাতাল রোডে মুক্তিযোদ্ধা ফলকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সুবিদখালী সরকারি রহমান-ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
গলাচিপা (পটুয়াখালী): দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
রাঙ্গাবালী (পটুয়াখালী): উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
দশমিনা(পটুয়াখালী): দিবসটি উপলক্ষে দশমিনা উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে । এ সব কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম ও অভিবাদন গ্রহণ, ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা।
কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় সকাল সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। পরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বাংলাদেশের বিজয় অর্জনের ৫০ বছর পূর্ণ হলো গতকাল। সারা দেশের মতো পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নেন সবাই। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর–
আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ মাহফিল ও উন্নতমানের খাবার বিতরণ
তালতলী (বরগুনা): গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন প্রমুখ।
পিরোজপুর: মহান বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান প্রমুখ। সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ।
নেছারাবাদ (পিরোজপুর): মহান বিজয় দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ–বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোশারেফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ ছাড়া রচনা প্রতিযোগিতা ও শরীর চর্চা প্রদর্শনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভান্ডারিয়া (পিরোজপুর): পিরোজপুরের ভান্ডারিয়ায় সকাল ৯টায় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ (পটুয়াখালী): মির্জাগঞ্জে হাসপাতাল রোডে মুক্তিযোদ্ধা ফলকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সুবিদখালী সরকারি রহমান-ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
গলাচিপা (পটুয়াখালী): দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
রাঙ্গাবালী (পটুয়াখালী): উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সকাল থেকে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
দশমিনা(পটুয়াখালী): দিবসটি উপলক্ষে দশমিনা উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে । এ সব কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সালাম ও অভিবাদন গ্রহণ, ডিসপ্লে প্রদর্শন, আলোচনা সভা।
কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় সকাল সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। পরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫