Ajker Patrika

‘জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা রুখে দিতে হবে’

যশোর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪: ১৭
‘জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা রুখে দিতে হবে’

যশোর জেলা জাসদের নেতারা বলেছেন, একটি মহল দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। এরই ধারাবাহিকতায় তাঁরা সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে।

ঐক্যবদ্ধভাবে মৌলবাদী, জঙ্গি এ গোষ্ঠীটির অপতৎপরতা রুখে দিতে হবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন নেতারা। গতকাল শনিবার বেলা ১১ টারদিকে যশোর আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে এ আয়োজন করা হয়। জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার রায়, জেলা সহসভাপতি আবুল কাশেম ও আহসানউল্লাহ ময়না, সাবেক সহসভাপতি শরীফ মোহাম্মদ আমিন, যুগ্ম সম্পাদক আইনজীবী আবুল কায়েস, পৌর সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, জেসমিন বিনা, আবুল হোসেন, নূর ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত