Ajker Patrika

জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ৫৫
জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

ময়মনসিংহ সদর উপজেলায় একটি জুয়ার আসর পুড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় দুই জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার বিকেলে সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের ভবানীপুর গ্রামের জুয়ার আসরটি পুড়িয়ে দেয় পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চর সিরতার ভবানীপুরে একটি চক্র ধান কাটা শেষ হওয়ায় খোলা মাঠে পলিথিন, খড় ও চাটাই দিয়ে অস্থায়ী ঘর তুলে জুয়ার আসর পরিচালনা করছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।

ওসি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে পুলিশ। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জুয়াড়িদের ওঠানো ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে জুয়ামুক্ত এলাকা গড়তে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

ওসি জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই এলাকা অপরাধমুক্ত করে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত