নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রামস হিসেবে কাজ শুরু করেছেন ডেভিড মুর। বিসিবির এই অস্ট্রেলিয়ান কোচ শুরুতে হাইপারফরম্যান্স (এইচপি) দলের কর্মসূচি বা প্রোগ্রাম তৈরির চেষ্টা করছেন। প্রশাসনিক কাজের সঙ্গে মুরের কোচিং অভিজ্ঞতাও কম নয়। যদিও তাঁকে এইচপির প্রধান কোচ করার চিন্তা নেই বিসিবির।
এইচপির জন্য আলাদা কোচই খুঁজছে বিসিবি। এরই মধ্যে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে এইচপির প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সিডন্স অবশ্য এখনো এ ব্যাপারে কিছু জানাননি। বিষয়টি নিয়ে এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বললেন, ‘মুর শুধুই প্রোগ্রামিং করবে। আমরা এখানে আলাদা কোচ নেব। জেমি আমাদের অন্যতম পছন্দ।’
নাঈমুর জানালেন, তাঁরা চাইছেন এখন থেকে লম্বা মেয়াদে এইচপির প্রোগ্রাম করতে। এইচপিতে যদিও লম্বা সময় ধরে বিদেশি কোচরা কমই কাজ করতে চান।এ বাস্তবতা মেনেই নাঈমুর বলছেন, ‘হেড কোচ আর সব কোচিং স্টাফ যখন পেয়ে যাব, লম্বা মেয়াদে পরিকল্পনা করব। যাদের যখন খেলা থাকবে না, তারাও যেন এসে কাজ করতে পারে। আমাদের যারা কোচিং স্টাফ থাকবে, তারা সব সময় খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখবে।’
ঘরোয়া ক্রিকেটে মৌসুম শেষেই সাধারণত শুরু হয় এইচপির কার্যক্রম। এবারও এইচপির কার্যক্রম শুরু হবে মার্চ-এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ শেষে। গত দুই-তিন বছর করোনায় একাধিক আন্তর্জাতিক সিরিজ স্থগিত হওয়ায় এ বছর এইচপির ব্যস্ততা অনেক। মে থেকে অক্টোবর—এই ছয় মাসে অন্তত চারটি টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ তাদের। জুনে আয়ারল্যান্ড সফর, এরপরই ইমার্জিং টিমস এশিয়া কাপ। সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমসের পরই শ্রীলঙ্কা সফর। এশিয়ান গেমস আর ইমার্জিং এশিয়া কাপের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের সূচির কিছুটা সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জুনের তৃতীয় সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা এইচপির। জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা ইমার্জিং কাপের। এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হতে পারে এই সপ্তাহে। যদি জুলাইয়ের প্রথম দিকে ইমার্জিং কাপ হয় তাহলে বিসিবি আয়ারল্যান্ডকে প্রস্তাব দিতে পারে সফরটা জুনের প্রথম সপ্তাহে নিয়ে যাওয়ার। সেটা না হলে একসঙ্গে এইচপির দুটি দল যাবে দুই সফরে। সূচি সাংঘর্ষিক হতে পারে অক্টোবরে এশিয়ান গেমস আর শ্রীলঙ্কা সফরেও।
নাঈমুর বলছেন, ‘আয়ারল্যান্ড সফর আছে। শ্রীলঙ্কাও চাইছে। ওরা (শ্রীলঙ্কা) যে সময় দেয় সেটা আবার এশিয়ান গেমসের আগে হয়ে যায়। এশিয়ান গেমসের পরে দিলে ওদের বৃষ্টির মৌসুম হয়ে যায়। (শ্রীলঙ্কা) সফরটা এশিয়ান গেমসের আগে নিয়ে আসতে পারলে এশিয়ান গেমসের ভালো প্রস্তুতি নেওয়া যাবে। আমাদের কাছে ইমার্জিং কাপ, এশিয়ান গেমস অনেক গুরুত্বপূর্ণ। এই দুটি টুর্নামেন্টে ভালোভাবে তৈরি হয়ে অংশ নিতে হবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রামস হিসেবে কাজ শুরু করেছেন ডেভিড মুর। বিসিবির এই অস্ট্রেলিয়ান কোচ শুরুতে হাইপারফরম্যান্স (এইচপি) দলের কর্মসূচি বা প্রোগ্রাম তৈরির চেষ্টা করছেন। প্রশাসনিক কাজের সঙ্গে মুরের কোচিং অভিজ্ঞতাও কম নয়। যদিও তাঁকে এইচপির প্রধান কোচ করার চিন্তা নেই বিসিবির।
এইচপির জন্য আলাদা কোচই খুঁজছে বিসিবি। এরই মধ্যে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে এইচপির প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সিডন্স অবশ্য এখনো এ ব্যাপারে কিছু জানাননি। বিষয়টি নিয়ে এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বললেন, ‘মুর শুধুই প্রোগ্রামিং করবে। আমরা এখানে আলাদা কোচ নেব। জেমি আমাদের অন্যতম পছন্দ।’
নাঈমুর জানালেন, তাঁরা চাইছেন এখন থেকে লম্বা মেয়াদে এইচপির প্রোগ্রাম করতে। এইচপিতে যদিও লম্বা সময় ধরে বিদেশি কোচরা কমই কাজ করতে চান।এ বাস্তবতা মেনেই নাঈমুর বলছেন, ‘হেড কোচ আর সব কোচিং স্টাফ যখন পেয়ে যাব, লম্বা মেয়াদে পরিকল্পনা করব। যাদের যখন খেলা থাকবে না, তারাও যেন এসে কাজ করতে পারে। আমাদের যারা কোচিং স্টাফ থাকবে, তারা সব সময় খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখবে।’
ঘরোয়া ক্রিকেটে মৌসুম শেষেই সাধারণত শুরু হয় এইচপির কার্যক্রম। এবারও এইচপির কার্যক্রম শুরু হবে মার্চ-এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ শেষে। গত দুই-তিন বছর করোনায় একাধিক আন্তর্জাতিক সিরিজ স্থগিত হওয়ায় এ বছর এইচপির ব্যস্ততা অনেক। মে থেকে অক্টোবর—এই ছয় মাসে অন্তত চারটি টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ তাদের। জুনে আয়ারল্যান্ড সফর, এরপরই ইমার্জিং টিমস এশিয়া কাপ। সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমসের পরই শ্রীলঙ্কা সফর। এশিয়ান গেমস আর ইমার্জিং এশিয়া কাপের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের সূচির কিছুটা সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জুনের তৃতীয় সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা এইচপির। জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা ইমার্জিং কাপের। এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হতে পারে এই সপ্তাহে। যদি জুলাইয়ের প্রথম দিকে ইমার্জিং কাপ হয় তাহলে বিসিবি আয়ারল্যান্ডকে প্রস্তাব দিতে পারে সফরটা জুনের প্রথম সপ্তাহে নিয়ে যাওয়ার। সেটা না হলে একসঙ্গে এইচপির দুটি দল যাবে দুই সফরে। সূচি সাংঘর্ষিক হতে পারে অক্টোবরে এশিয়ান গেমস আর শ্রীলঙ্কা সফরেও।
নাঈমুর বলছেন, ‘আয়ারল্যান্ড সফর আছে। শ্রীলঙ্কাও চাইছে। ওরা (শ্রীলঙ্কা) যে সময় দেয় সেটা আবার এশিয়ান গেমসের আগে হয়ে যায়। এশিয়ান গেমসের পরে দিলে ওদের বৃষ্টির মৌসুম হয়ে যায়। (শ্রীলঙ্কা) সফরটা এশিয়ান গেমসের আগে নিয়ে আসতে পারলে এশিয়ান গেমসের ভালো প্রস্তুতি নেওয়া যাবে। আমাদের কাছে ইমার্জিং কাপ, এশিয়ান গেমস অনেক গুরুত্বপূর্ণ। এই দুটি টুর্নামেন্টে ভালোভাবে তৈরি হয়ে অংশ নিতে হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪