Ajker Patrika

৭ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ২৫ প্রবাসী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ৪৭
৭ ইউপিতে চেয়ারম্যান  প্রার্থী ২৫ প্রবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পরপরই প্রার্থী হতে তৎপরতা শুরু করেছেন প্রবাসীরা। ইতিমধ্যে দুই ডজনের বেশি প্রবাসী প্রচার চালাচ্ছেন। তাঁদের সমর্থনে আরও শতাধিক প্রবাসী দেশে ফিরেছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে।

এদিকে সম্ভাব্য প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগেই পোস্টার, ব্যানার লাগিয়ে ভোটারদের কাছে গিয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। শুরু করেছেন পাড়া মহল্লায় বৈঠক। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর তদবির চালাচ্ছেন।

ইউনিয়নগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সাতটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী প্রার্থী সৈয়দপুর-শাহারপাড়া ইউপিতে। এ ইউপিতে প্রার্থী হতে মাঠে রয়েছেন ছয়জন প্রবাসী। এ ছাড়া ১ নম্বর কলকলিয়া ইউপিতে প্রবাসীদের তালিকায় রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী রফিক মিয়া ও মজনু আলী।

২ নম্বর পাটলী ইউনিয়নে যুক্তরাজ্যপ্রবাসী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, যুক্তরাজ্যপ্রবাসী রিয়াদুল আলম আনসার, যুক্তরাজ্যপ্রবাসী আবুল কাহার চৌধুরী রাসেল ও যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল হাই। ৫ নম্বর চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে যুক্তরাজ্যপ্রবাসী বর্তমান চেয়ারম্যান আরশ আলী, যুক্তরাজ্যপ্রবাসী সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, যুক্তরাজ্যপ্রবাসী আবুল মোমেন, যুক্তরাজ্যপ্রবাসী ইলিয়াছ আলী প্রার্থী হতে দেশে এসে কাজ শুরু করছেন।

৬ নম্বর রানীগঞ্জ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী এম আশিক মিয়া, যুক্তরাজ্যপ্রবাসী ছালিক মিয়া ও সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী মজলুল হক মাঠে আছেন। ৭ নম্বর সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে যুক্তরাজ্যপ্রবাসী সাবেক চেয়ারম্যান আবুল হাসান, যুক্তরাজ্যপ্রবাসী মুকিত মিয়া, যুক্তরাজ্যপ্রবাসী আজহার কামালী, যুক্তরাজ্যপ্রবাসী মকসুদ মিয়া কোরেশী ও যুক্তরাজ্যপ্রবাসী ছালেহ আহমদ ছোট মিয়া।

৮ নম্বর আশারকান্দি ইউনিয়নে যুক্তরাজ্যপ্রবাসী বর্তমান চেয়ারম্যান আবু ইমানী, যুক্তরাজ্যপ্রবাসী আব্দুস ছাত্তার, যুক্তরাজ্যপ্রবাসী জমিরুল হক, আবু বক্কর খান ও কাজল মিয়া প্রচার চালাচ্ছেন। ৯ নম্বর পাইলগাঁও ইউনিয়নে যুক্তরাজ্যপ্রবাসী বর্তমান চেয়ারম্যান মখলিছ মিয়া ও যুক্তরাজ্যপ্রবাসী ফারুক মিয়া মাঠে থেকে সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, প্রবাসীরা দেশে এসে নির্বাচনী নীতিমালা মেনে প্রার্থী হতে পারেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত