Ajker Patrika

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১৫
জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন

হবিগঞ্জ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। গত মঙ্গলবার রাতে উপজেলার দালাহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। নিহত ব্যক্তির নাম সঞ্জব আলী (৪০)। তিনি দালাহাটি গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ আনসার ভিডিপির সদস্য।

স্থানীয় বাসিন্দারা বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে নিহত সঞ্জব আলী ও তাঁর বড় ভাই তৈয়ব আলীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর দুই ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সঞ্জব আলী ও তাঁর ভাই তৈয়ব আলীসহ পাঁচজন আহত হন। স্থানীয় মুরুব্বিরা সংঘর্ষ নিয়ন্ত্রণ করে সঞ্জব আলীসহ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে সঞ্জব আলী মারা যান। খবর পেয়ে সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এর মধ্যে তৈয়ব আলী পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত