Ajker Patrika

প্রতিবাদী মধুমিতা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১০: ৩০
প্রতিবাদী মধুমিতা

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে বাঙালি দর্শকদের মনে পাকা জায়গা করে নিয়েছিলেন মধুমিতা সরকার। তবে গত কয়েক বছরে নিজের পুরোনো ইমেজটা ভাঙতে পেরেছেন। এখন আর তিনি পাশের বাড়ির মিষ্টি মেয়ে নন, বরং অনেক বেশি গ্ল্যামারাস আর সাহসী।

২০২১ সালজুড়ে আলোচনায় ছিলেন মধুমিতা। ‘চিনি’ সিনেমায় সাফল্য এসেছে। ‘ট্যাংরা ব্লুজ’-এ প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়, আলোচিত ছিলেন ব্যক্তিগত জীবনেও। সৌরভ দাসের সঙ্গে মধুমিতার সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। তবে নতুন বছরটা ‘উত্তরণ’ সিরিজ দিয়ে ভালোই শুরু করছেন মধুমিতা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘বটতলা’ উপন্য়াস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজটি। ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে এটি। দৈর্ঘ্য প্রায় আড়াই ঘণ্টা। মোট পর্ব ৭টি।

‘উত্তরণ’-এ মধুমিতার চরিত্রের নাম পর্ণা। বিয়ের পর স্বামী, সংসার নিয়ে খুবই খুশি পর্ণা। কিন্তু হঠাৎ ভাইরাল হয়ে যায় পর্ণার একটি ঘনিষ্ঠ ভিডিও! তাসের ঘরের মতো ভেঙে পড়ে পর্ণার সংসার। সত্যিই কি এই ভিডিও পর্ণার? নাকি প্রযুক্তির কারসাজি? শুরু হয় পর্ণার ভিন্ন এক লড়াই। দোষারোপের সময় আঙুল সব সময় নারীর দিকেই ঘুরে যায়। মধুমিতা বলেন, ‘একটি ছেলে ও মেয়ের ভিডিও ছড়িয়ে পড়লে মেয়েটির দোষ থাকুক বা না থাকুক, সমাজ তাকেই দোষারোপ করে। চিরাচরিত সেই ধারণা ভেঙে অন্যায়ের প্রতিবাদ করার বার্তা দেবে এই সিরিজ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত