Ajker Patrika

নানিয়ারচরে এসএসসি পরীক্ষা দেবে ৮১৫ জন

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ০৮
নানিয়ারচরে এসএসসি পরীক্ষা দেবে ৮১৫ জন

রাঙামাটির নানিয়ারচরে ৮১৫ শিক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষার অংশ নিচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বছর ১৪ নভেম্বর থেকে উপজেলার ২টি কেন্দ্রে ৬ দিনব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৪টি উচ্চবিদ্যালয়ের মোট ৫৭৭ জন এবং বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চবিদ্যালয়ে ৩টি উচ্চবিদ্যালয়ের মোট ২৩৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো ধরনের ভিড় করা যাবে না। শিক্ষার্থীরা কোনো ধরনের মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করতে পারবে না।

এ বছর পরীক্ষার বিষয়গুলোর মধ্যে শুধু বিভাগীয় বিষয়গুলোর পরীক্ষা হবে। ফলে গত বছর গণিত, ইংরেজি ও বাংলা বিষয়ে অকৃতকার্যরা এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করছে না। তবে বিভাগীয় বিষয়ে অকৃতকার্যরা পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে।

সভায় অন্যদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, নানিয়ারচর মডেল উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, ঘিলাছড়ি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চাকমাসহ অন্য উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত