Ajker Patrika

‘সুনামগঞ্জে চলছে উন্নয়নের মহাযজ্ঞ’

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ২৮
‘সুনামগঞ্জে চলছে উন্নয়নের মহাযজ্ঞ’

টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং শ্যামগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত কোনো এলাকাই তাঁর কাছে ভিন্ন নয়। মাতৃভূমি হিসেবে দেশের সব এলাকার সুষম উন্নয়ন করা তাঁর নৈতিক দায়িত্ব বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে মন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কারে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনার অকৃত্রিম ভালোবাসা রয়েছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও নির্দেশে সুনামগঞ্জে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা উড়াল সেতু নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।’

ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী সমাবেশের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত