Ajker Patrika

ভাঙা সড়কে দুর্ঘটনার ঝুঁকি

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৮
ভাঙা সড়কে দুর্ঘটনার ঝুঁকি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কয়েকটি সড়ক বেহাল। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কগুলো দীর্ঘ দিন ধরে সংস্কার করা হয় না। কোনো কোনো সড়ক দেখে বোঝার উপায় নেই যে কবে মেরামত করা হয়েছে। রাস্তার সর্বত্র পিচ ও খোয়া উঠে জায়গায় জায়গায় সৃষ্টি হয়েছে বড় গর্ত। উপজেলার বেশ কিছু সড়ক ভেঙে নদীতে চলে গেছে। এ কারণে দুর্ভোগে পড়েছে ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রতিনিয়ত আসা-যাওয়া করা ব্যাটারিচালিত অটো রিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় যানবাহনের চালক ও যাত্রীরা।

নেছারাবাদ উপজেলা সদর থেকে বলদীয়া ইউনিয়ন হয়ে নাজিরপুর উপজেলা সড়ক ১২ কিলোমিটার এবং নেছারাবাদ থেকে পিরোজপুরের কলাখালী খেয়াঘাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক বেহাল। উপজেলার এই ২৬ কিলোমিটার সড়কের বেশির ভাগ জায়গাজুড়ে খানাখন্দ। রাস্তার সর্বত্র পিচ ও খোয়া উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কলাখালী খেয়াঘাট থেকে ১ কিলোমিটার ইটের রাস্তাটি পুরোপুরি খারাপ হয়ে গেছে। গুয়ারেখা ইউনিয়ন থেকে আলকীরহাট পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার খোয়া বের হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ইন্দেরহাট সোহাগদল ইউনিয়নের পাশের বলদিয়া বিন্দাবাজার হয়ে খেয়াঘাট পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ খারাপ। বড় বড় গর্ত ও রাস্তার দুই পাশ ভেঙে গেছে। রাস্তাটি থেকে অটোরিকশা, রিকশা, টমটম, ভ্যানগাড়িসহ সব যানবাহনই চলাচলে বিঘ্ন ঘটছে। দেখে মনে হয় ৮ থেকে ১০ বছরেও হয়নি রাস্তার উন্নয়ন।

নেছারাবাদ উপজেলায় রয়েছে একটি বিসিক শিল্প নগরী। সেখানে ক্রিকেট ব্যাট, ম্যাট তৈরির কারখানা, পাপস, গাছ বেচাকেনার সব থেকে বড় হাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া পেয়ারার রাজ্য নামে খ্যাত নেছারাবাদের আটঘর কুড়িয়ানার পেয়ারা। এখান থেকে মৌসুমে পেয়ারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। ফলে কয়েক হাজার টন পেয়ারা এই রাস্তা দিয়ে চলে যায় দেশের বিভিন্ন স্থানে। কিন্তু রাস্তা খারাপ থাকায় ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা। তবে ব্যবসা করতে আসা ব্যবসায়ীদেরও বড় মাথা ব্যথার কারণ ভাঙাচোরা সড়ক। এই সড়ক দিয়ে সহজে যাতায়াত করতে আগ্রহী নন যানবাহনের ড্রাইভারেরা। তাই এই রুটে ব্যবসায়ীরা বেশি টাকা খরচ করে ভাড়া করেন যানবাহন।

স্থানীয়রা জানান, গত ৮ থেকে ৯ বছর ধরে সড়কগুলোর সংস্কার করা না হওয়ায় প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। গাড়ি চালালে সর্বদাই এখন আতঙ্কে থাকতে হয়। সড়কগুলোতে যেমন যানবাহনের সমস্যা তেমনি কষ্ট পোহাতে হচ্ছে রাস্তায় চলাচলকারী যাত্রী ও পথচারীদের। রাস্তা ভাঙাচোরার কারণে ৩০ মিনিটের পথ; এখন এক ঘণ্টায় যেতে হচ্ছে। বেহাল রাস্তায় যাত্রী নিয়ে চলাচল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। গাড়িতে চলাচলে অনেক সমস্যা হয়। বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হয়। গাড়িতেও অনেক ক্ষতি হয়।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাত হোসেন জানান, নেছারাবাদ উপজেলার বেশ কয়েকটি সড়কের অবস্থা খুবই খারাপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যা নিরসনে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যেই উপজেলা প্রকৌশলী স্টিমেট পাঠাবেন এবং দ্রুত সমস্যার সমাধার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত