Ajker Patrika

দুই বাংলায় অভিষেকের অপেক্ষায় মিথিলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৯: ০৩
দুই বাংলায় অভিষেকের অপেক্ষায় মিথিলা

সময়টা খুব ভালো কাটছিল মিথিলার। এপার-ওপার—দুই বাংলাতেই কাজ করছিলেন সমানে। পাশাপাশি দক্ষ হাতে সামলাচ্ছিলেন সংসার। কিন্তু বছরের শুরুতেই এল এক ধাক্কা। করোনাভাইরাসে আক্রান্ত হলেন মিথিলার জীবনসঙ্গী সৃজিত। আক্রান্ত হওয়ার পর থেকে নিভৃতবাসে আছেন নির্মাতা। মেয়ে আইরাকে নিয়ে একই বাড়িতে আলাদা থাকছেন মিথিলা।

মিথিলা সব সময়ই ভীষণ বাস্তববাদী মানুষ। এই পরিস্থিতিও ঠান্ডামাথায় সামলে নিচ্ছেন। কিন্তু প্রিয় মানুষের অসুস্থতা তাঁকে অনেকটা বিচলিত রেখেছে। তবে মিথিলা ভরসা রাখছেন—এই দুঃসময়ের মেঘ কেটে যাবে শিগগির। আবার তাঁরা একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়বেন বরফে ঢাকা পাহাড় কিংবা জঙ্গলে।

এই মন খারাপের দিন শেষ হলেই সামনে উঁকি দিচ্ছে একঝাঁক সুখবর। এ মাসে মুক্তি পাবে মিথিলা অভিনীত প্রথম ছবি ‘অমানুষ’। এত দিনের অভিনয়জীবনে ‘অমানুষ’ দিয়ে গত বছর প্রথম চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান অভিনেত্রী।

এরপর কেবলই ছবি জমেছে মিথিলার দু-হাত ভরে। পরপর কাজ করেছেন অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’, রাজর্ষি দের ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’, অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ও শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ ছবিতে। এর মধ্যে সর্বশেষ ছবিতে মিথিলা জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

মিথিলা জানিয়েছেন, চারটি ছবির শুটিং শেষ। বাকিগুলোর শুটিংও এগিয়েছে অনেক। ছয়টি ছবিই এ বছর মুক্তি পাওয়ার কথা। সেটা হলে ২০২২ সালটা যে মিথিলাময় হবে, সেটা বলাই যায়। যেমনটা বলছেন মিথিলা নিজেও, ‘এ বছরটা আমার জন্য একটু বেশিই বিশেষ। কারণ, এ বছর দুই বাংলার বড় পর্দায় আমার অভিষেক হবে। মুক্তি পাবে বেশ কয়েকটি ছবি।’

সেদিনটা কাছাকাছি চলে এসেছে। ‘অমানুষ’ পরিচালক অনন্য মামুন নিশ্চিত করেছেন, ২৮ জানুয়ারি বড় পর্দায় আসছে ছবিটি। এ দিনটিই হতে যাচ্ছে মিথিলার চলচ্চিত্রে অভিষেকের তারিখ। তবে ওপার বাংলায় অভিষেকের তারিখটি নিশ্চিত হয়নি এখনো।

‘অমানুষ’ ছবিতে মিথিলা অভিনয় করেছেন নুদরাত নামে এক প্রতিবাদী নারীর চরিত্রে। ছবিটি নিয়ে মিথিলা বলেন, ‘একটা মেয়ে দেশের বাইরে থাকে। দেশে আসার পর তার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়।’

‘অমানুষ’ ছবিতে মিথিলার নায়ক হয়েছেন নিরব। ডাকাতের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে আরও আছেন মিশা সওদাগর, কাজী নওশাবা আহমেদ, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত