Ajker Patrika

যুক্তরাষ্ট্রে তারার মেলা

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৬: ৫১
যুক্তরাষ্ট্রে তারার মেলা

এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।

এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।

শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’

এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।

আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত