Ajker Patrika

শ্রদ্ধা, উৎসবে বিজয় উদ্‌যাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ১৬
শ্রদ্ধা, উৎসবে বিজয় উদ্‌যাপন

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ নগরী ও বিভিন্ন উপজেলায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সদর ও প্রতিটি উপজেলায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন।

ময়মনসিংহ: গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ভোর ৬টা ৩৪ মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, পুলিশের রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মো. এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

ধোবাউড়া: ধোবাউড়ায় দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনের প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, ইউএনও মো. রাফিকুজ্জামান, আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসাইন প্রমুখ।

ভালুকা: ভালুকায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিসৌধে চত্বরে ৫০ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মিছিল, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত ও আলোচনা সভা করা হয়েছে।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ইউএনও সালমা খাতুন প্রমুখ।

ত্রিশাল: ত্রিশালে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় উদ্‌যাপন। এরপর স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ মালেকের কবর জিয়ারত করা হয়েছে। এ ছাড়া নজরুল একাডেমি মাঠে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এ সময় ইউএনও মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ রুহুল আমিন মাদানী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।

হালুয়াঘাট: হালুয়াঘাটে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোর্ট ভবন চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ জুয়েল আরেং। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম বেগ প্রমুখ উপস্থিত ছিলেন।

গৌরীপুর: গৌরীপুরে স্থানীয় স্মৃতিসৌধ বিজয়-৭১-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, মেয়র সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পায়রা উড়িয়ে উদ্বোধনের পর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা কবরস্থানে মোনাজাত ও পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

নান্দাইল: নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ইউএনও মোহাম্মদ আবুল মনসুর প্রমুখ। পরে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গফরগাঁও: গফরগাঁওয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ ছাড়া গফরগাঁও কেন্দ্রীয় স্মৃতিসৌধে ৫০ বার তোপধ্বনির পর পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ যদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ইউএনও মো. তাজুল ইসলাম প্রমুখ। পরে ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ: ঈশ্বরগঞ্জে দিবসটি উপলক্ষে পৌর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বীর শহীদদের কবর জিয়ারতসহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ইউএনও মোসা. হাফিজা জেসমিন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত