Ajker Patrika

প্রতীক পেয়ে প্রচারে ব্যস্ত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ১৭
প্রতীক পেয়ে প্রচারে ব্যস্ত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে গত মঙ্গলবার বিকেল থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন কক্সবাজারের চকরিয়া, চট্টগ্রামের কর্ণফুলী ও লোহাগাড়ার প্রার্থীরা।

সরেজমিন দেখা গেছে, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। উন্নয়ন ও সুবিচারের প্রতিশ্রুতি দিয়ে প্রচারপত্র বিলি করছেন। অনেক প্রার্থী ভোটারদের আকর্ষণ বাড়াতে আচরণবিধি ভেঙে জনসমাগম করে ট্রাক ও মোটরসাইকেল মহড়া দিচ্ছেন।

জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলী চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ জন চেয়ারম্যানসহ ২১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত মঙ্গলবার সকাল থেকে কর্ণফুলী উপজেলা নির্বাচন কমিশন অফিসে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা সমর্থকদের নিয়ে পুরোদমে প্রচার নামেন।

ভোটাররা বলছেন, তাঁরা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, ‘শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

এদিকে চট্টগ্রামের লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, লোহাগাড়ার ছয় ইউপির মধ্যে পুটিবিলা ও বড়হাতিয়ায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাকি চারটি ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ১৪ জন। এর মধ্যে চুনতিতে তিনজন, কলাউজানে দুজন, চরম্বায় তিনজন ও পদুয়ায় ছয়জন।

চুনতি ইউপির চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান মো. জয়নুল আবদিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ্ (চশমা) ও মো. আনিস উল্লাহ (আনারস)। কলাউজানে বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াছিন (আনারস)।

চরম্বায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান (নৌকা), মোহাম্মদ সাদাত উল্লাহ (মোটরসাইকেল) ও মোহাম্মদ হেলাল উদ্দীন (আনারস)।

পদুয়ায় মোহাম্মদ হারুনুর রশিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আক্তার কামাল (আনারস), জসিম উদ্দীন (চশমা), এস এম আবু সাঈদ চৌধুরী (অটোরিকশা), মুহাম্মদ শাহ নেওয়াজ (ঘোড়া) ও মোস্তাক আহমদ সবুজ (মোটরসাইকেল)।

এ ছাড়া ছয় ইউপিতে সাধারণ সদস্য ২২২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে কক্সবাজারের চকরিয়ায় গত মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা পুরোদমে নির্বাচনী প্রচারে নেমেছেন। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার আট ইউপিতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ ৪৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সাধারণ ইউপি সদস্য পদে ৩৫৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত