কুমিল্লা প্রতিনিধি
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘটে কুমিল্লা থেকে গতকাল শুক্রবার ছেড়ে যায়নি যাত্রীবাহী বাস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশায় দুই থেকে তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের।
তবে সড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, পূর্বনির্ধারিত চুক্তিতে এসব যান চলছে। তাঁরা নতুন করে কোনো ভাড়া নেননি।
গতকাল সকালে কুমিল্লার জাঙ্গালিয়া বাসটার্মিনালে গিয়ে দেখা গেছে, এই টার্মিনাল থেকে কোনো রুটে বাস ছেড়ে যাচ্ছে না। ধর্মঘটের বিষয়ে নিশ্চিত কোনো ধারণা না থাকায় অনেক যাত্রীই এসেছেন ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুরের বাস ধরতে। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েন তাঁরা। এসব যাত্রীকে মহাসড়কে বিকল্প যানবাহনের আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
কুমিল্লার শাসনগাছা ও চকবাজার বাসটার্মিনাল থেকেও ছেড়ে যায়নি কোনো বাস। টার্মিনালগুলোর সামনে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন ছোট ছোট যানে উঠতে যাত্রীদের হুড়োহুড়ি করতে দেখা গেছে।
এদিকে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার্থীরা পড়েন সবচেয়ে বেশি বিপাকে। জাঙ্গালিয়া বাসটার্মিনালে সকালেই দেখা হয় মিজানুর রহমান নামের এক তরুণের সঙ্গে। তাঁর একটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঢাকায়। তিনি ক্ষোভ প্রকাশ করে নিয়োগ পরীক্ষা বন্ধের দাবি জানান।
টার্মিনালগুলোতে এসে এমনই দশা হয়েছে শরিফুল ইসলাম, মোশাররফ হোসেন, তারিফ হায়দার ও রায়হানসহ অনেকের। ঢাকাগামী যাত্রীদের পদুয়ারবাজার থেকে মাইক্রোবাসে ভাড়া জনপ্রতি ৫০০ টাকা দিয়ে যেতে দেখা গেছে। তাঁরা জানান, হুট করে ধর্মঘট ডাকায় তাঁরা আগে থেকে গন্তব্যে চলে যেতে পারেননি। শেষমেশ খুব ভোরে টার্মিনালে এসেও বাস পাননি।
কুমিল্লা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় সড়ক পরিবহন মালিক ফেডারেশনের অনুসরণে কুমিল্লা জেলা কমিটি অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা বাস মালিক সমিতি তাদের অন্তর্ভুক্ত। তাই তাদের ঘোষণা অনুযায়ী আমরা সব যাত্রীবাহী বাস বন্ধ রেখেছি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তা বন্ধ থাকবে।’
কুমিল্লা ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম মিয়া বলেন, ‘কেন্দ্রীয় সড়ক পরিবহন মালিক ফেডারেশনের ডাকে আমরা ট্রাক-কাভার্ড ভ্যান নিয়ে বের হচ্ছি না। তবে আগে থেকে বুকিং করা পণ্য নিয়ে কিছু পরিবহন চলছে।’
কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ জানান, জ্বালানি তেলের অতিরিক্ত দাম দিয়ে বাস চালাতে চান না মালিকেরা। তাই শুক্রবার ভোর থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার সকাল থেকে কুমিল্লা জেলার বাসটার্মিনালগুলো থেকে ২৬টি ট্রান্সপোর্টের ২ হাজারেরও বেশি বাস চলাচল বন্ধ রয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘটে কুমিল্লা থেকে গতকাল শুক্রবার ছেড়ে যায়নি যাত্রীবাহী বাস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশায় দুই থেকে তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের।
তবে সড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, পূর্বনির্ধারিত চুক্তিতে এসব যান চলছে। তাঁরা নতুন করে কোনো ভাড়া নেননি।
গতকাল সকালে কুমিল্লার জাঙ্গালিয়া বাসটার্মিনালে গিয়ে দেখা গেছে, এই টার্মিনাল থেকে কোনো রুটে বাস ছেড়ে যাচ্ছে না। ধর্মঘটের বিষয়ে নিশ্চিত কোনো ধারণা না থাকায় অনেক যাত্রীই এসেছেন ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুরের বাস ধরতে। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েন তাঁরা। এসব যাত্রীকে মহাসড়কে বিকল্প যানবাহনের আশায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
কুমিল্লার শাসনগাছা ও চকবাজার বাসটার্মিনাল থেকেও ছেড়ে যায়নি কোনো বাস। টার্মিনালগুলোর সামনে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন ছোট ছোট যানে উঠতে যাত্রীদের হুড়োহুড়ি করতে দেখা গেছে।
এদিকে বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার্থীরা পড়েন সবচেয়ে বেশি বিপাকে। জাঙ্গালিয়া বাসটার্মিনালে সকালেই দেখা হয় মিজানুর রহমান নামের এক তরুণের সঙ্গে। তাঁর একটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঢাকায়। তিনি ক্ষোভ প্রকাশ করে নিয়োগ পরীক্ষা বন্ধের দাবি জানান।
টার্মিনালগুলোতে এসে এমনই দশা হয়েছে শরিফুল ইসলাম, মোশাররফ হোসেন, তারিফ হায়দার ও রায়হানসহ অনেকের। ঢাকাগামী যাত্রীদের পদুয়ারবাজার থেকে মাইক্রোবাসে ভাড়া জনপ্রতি ৫০০ টাকা দিয়ে যেতে দেখা গেছে। তাঁরা জানান, হুট করে ধর্মঘট ডাকায় তাঁরা আগে থেকে গন্তব্যে চলে যেতে পারেননি। শেষমেশ খুব ভোরে টার্মিনালে এসেও বাস পাননি।
কুমিল্লা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় সড়ক পরিবহন মালিক ফেডারেশনের অনুসরণে কুমিল্লা জেলা কমিটি অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা বাস মালিক সমিতি তাদের অন্তর্ভুক্ত। তাই তাদের ঘোষণা অনুযায়ী আমরা সব যাত্রীবাহী বাস বন্ধ রেখেছি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তা বন্ধ থাকবে।’
কুমিল্লা ট্রাক-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম মিয়া বলেন, ‘কেন্দ্রীয় সড়ক পরিবহন মালিক ফেডারেশনের ডাকে আমরা ট্রাক-কাভার্ড ভ্যান নিয়ে বের হচ্ছি না। তবে আগে থেকে বুকিং করা পণ্য নিয়ে কিছু পরিবহন চলছে।’
কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ জানান, জ্বালানি তেলের অতিরিক্ত দাম দিয়ে বাস চালাতে চান না মালিকেরা। তাই শুক্রবার ভোর থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার সকাল থেকে কুমিল্লা জেলার বাসটার্মিনালগুলো থেকে ২৬টি ট্রান্সপোর্টের ২ হাজারেরও বেশি বাস চলাচল বন্ধ রয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫