Ajker Patrika

জয়-পরাজয় সবই তাঁদের, প্রাণ গেল ভ্যানচালকের

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০০: ০০
জয়-পরাজয় সবই তাঁদের, প্রাণ গেল ভ্যানচালকের

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে সহিংসতায় প্রাণ গেল আরও দুজনের। এর মধ্যে বরিশালের আগৈলঝাড়ায় ভোট-পরবর্তী হামলায় আহত এক ভ্যানচালক গতকাল সোমবার সকালে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় আহত আরও একজন মারা গেছেন মাদারীপুরের কালকিনিতে। এ ছাড়া সুনামগঞ্জের ছাতকে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সোমবার সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। বগুড়ার ধুনটে নৌকা প্রতীকের প্রার্থীর ওপর হামলার ঘটনার পর দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে।

আগৈলঝাড়ায় আহত
ভ্যানচালকের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় নিহত ভ্যানচালকের নাম মোকলেস মিয়া। তিনি উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত সফিজউদ্দিন মিয়ার ছেলে।

মোকলেসের ছেলে উজ্জ্বল মিয়া জানান, গত বৃহস্পতিবার বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্যপদে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী শামীম মিয়া ওরফে লিকচান। দুদিন পর শনিবার সকালে তাঁর বাবার ভ্যানে করে শামীম মিয়া খাজুরিয়া থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রওনা হন। কিছু দূর যাওয়ার পর পরাজিত সদস্য প্রার্থী ইউনুস মিয়ার (টিউবওয়েল) নেতৃত্বে তাঁর ৩০/৩৫ জন সমর্থক লাঠিসোঁটা নিয়ে ওই ভ্যানে থাকা লোকজনের ওপর হামলা চালান। হামলায় ৭/৮ জন আহত হন। এ সময় তাঁর বাবাকেও বেদম মারধর করা হয়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।

উজ্জ্বল মিয়া বলেন, ‘আমার বাবা ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তাঁর একমাত্র উপার্জনই ছিল আমাদের পরিবারের ভরসা। জয়-পরাজয় নিয়ে মারামারি করল তাঁরা আর প্রাণ গেল আমার নিরীহ বাবার।’

কালকিনিতে একজনের মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খান (সিডি খান) ইউনিয়নের পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন আলমগীর হোসেন প্যাদা (৫৬) নামের ওই ব্যক্তি।

নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবারের ভোটে সিডি খান ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. চান মিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই বোমা বিস্ফোরণ করে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন সোমবার ভোরে চরদৌলত খান গ্রামের জয়নাল প্যাদার ছেলে আলমগীর হোসেন প্যাদা মারা যান।

ছাতকে সংঘর্ষে আহত অর্ধশত, আটক ২২

সুনামগঞ্জের ছাতকের খুরমা উত্তর ইউনিয়নের আমেরতল গ্রামে গতকাল সকালে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর খুরমা উত্তর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ। তাঁর চাচাতো ভাই আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মনির উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রোববার সন্ধ্যায় মনির উদ্দিনের ভাতিজা রুবেল আহমদ ও বিলাল আহমেদের ভাগনে আব্দুল আলিমের কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষে অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫টি ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ২২ জনকে আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধুনটে নৌকার প্রার্থীর ওপর হামলা

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হাসান আহম্মেদ জেমস হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল দুপুরে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মতুর্জা ও বিএনপি-সমর্থিত প্রার্থী শফিকুল ইসলামসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোলাম মতুর্জাকে গতকাল দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ বি এস সবুজ ও সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আক্কেলপুরে প্রার্থীসহ আহত ৫

জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নে পরাজিত দুই স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন (আনারস) ও আজাহার আলী দুলুর (মোটরসাইকেল) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে দুলুসহ দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশনের পাশে হামলার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত