Ajker Patrika

পাথর-বিটুমিন মিশ্রণযন্ত্রের ধোঁয়ায় নষ্ট কৃষকের ফসল

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫: ২৯
পাথর-বিটুমিন মিশ্রণযন্ত্রের ধোঁয়ায় নষ্ট কৃষকের ফসল

সড়কের পাশে একটি জমিতে ঠিকাদারের পাথর-বিটুমিন মিশ্রণযন্ত্র বসানো রয়েছে। তার পাশে জমিতে চুলা স্থাপন করা হয়েছে। সেখানে পোড়ানো হচ্ছে পুরোনো জুতা ও প্লাস্টিক জাতীয় দ্রব্য। মিশ্রণযন্ত্র ও চুলার কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এতে ভোগান্তির স্বীকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তা ছাড়া নষ্ট হচ্ছে সেখানকার কৃষকের সবজিখেত। এ চিত্র জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চক্রঘুনাথপুর গ্রামে।

স্থানীয়দের অভিযোগ পেয়ে গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। কৃষকের ফসলের কোনো ক্ষতি যেন না হয়, এমন কোনো ব্যবস্থা না করা পর্যন্ত কাজ বন্ধ রাখতে এবং ঠিকাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন ইউএনও।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের পৌরসভার স্টেশন মসজিদসংলগ্ন থেকে উপজেলার শেষ সীমানা শ্রীরামপুর পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ করছে জয়পুরহাটের মাহবুব ট্রেডিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বুধবার এ নিয়ে আজকের পত্রিকায় ‘নতুন নয়, পুরোনো ইটের খোয়া দিয়েই চলছে সংস্কারকাজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

চক্রঘুনাথপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন দাস বলেন, ‘আমার জমির পাশে ঠিকাদার রাস্তার কাজের জন্য বিটুমিন পোড়ানো চুলা স্থাপন করেছেন। সেই চুলার কালো ধোঁয়ায় আমার জমির সবজি নষ্ট হয়ে গেছে।’

মাহবুব ট্রেডিংয়ের মালিক মাহবুব হোসেন বলেন, ‘যেসব কৃষকের ফসল ক্ষতি হয়েছে, সেসব কৃষককে ক্ষতিপূরণ এরই মধ্যে দিয়েছি। বাকিদেরও দেওয়া হবে। ধোঁয়া যেন আর না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তারপর কাজ শুরু করব।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. আলাউদ্দিন হোসেন বলেন, ঠিকাদারকে বলা হয়েছে কৃষকের কোনো ক্ষতি যেন না হয় সে ব্যবস্থা করে তারপর কাজ শুরু করতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত