তাসনীম হাসান, ঢাকা
বাংলাদেশের ইনিংসের শুরুতেই বড় পর্দায় একটু পরপর দেখানো হচ্ছিল ভিডিওচিত্রটা। পরশু হারারেতে পাকিস্তান নারী দলের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। সেই জয়ের পর নিগার সুলতানাদের দল বেঁধে করা উদ্যাপনচিত্রটা দেখিয়ে পুরুষ দলকে যেন অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করা হলো গতকাল।
সেখান থেকে উজ্জীবিত হয়েই কিনা পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে গতকাল অল্প পুঁজি নিয়েও শেষ বল পর্যন্ত লড়েছে বাংলাদেশ।
শেষ ওভারে জিততে হলে পাকিস্তানের দরকার ছিল ৮ রান। তাসকিন আহমেদের চোটে পড়ার ‘দৈব দুর্বিপাকে’ শেষ ওভারে বল হাতে তুলে নিতে হলো মাহমুদউল্লাহকে। বিপিএলে শেষ ওভারে বোলিং করে দুবার ম্যাচ জেতানোর রেকর্ড আছে তাঁর। প্রথম তিন বলেই ২ উইকেট নিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করেন অধিনায়ক। তবে চতুর্থ বলে বিশাল এক ছক্কা মেরে আবার ম্যাচটি পাকিস্তানের দিকে নিয়ে আসেন ইফতেখার আহমেদ। পঞ্চম বলে ইফতেখার ফিরতেই ফের উত্তেজনা। নাটকের পর নাটক আর স্নায়ুর লড়াইয়ে শেষ বলে ঠান্ডা মাথায় মোহাম্মদ নওয়াজ চার মেরে জেতান পাকিস্তানকে। তাদের জয় ৫ উইকেটের।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচও হেরে যাওয়ায় নতুন যুগের শুরুতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা হলো মাহমুদউল্লাহদের। এর আগে কখনো ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার তিক্ত অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের।
গতকালও টস জিতে মাহমুদউল্লাহ আগে ব্যাটিং নিয়েছেন। পাকিস্তানের বোলিং আক্রমণ বলতে গেলে তুলনামূলক সহজই ছিল। শাহিন শাহ আফ্রিদি-হাসান আলী-শাদাব খান কেউ ছিলেন না একাদশে। তবে একঝাঁক নতুন বোলারের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটাররা পারেননি স্বাচ্ছন্দ্যে খেলতে। আরও একবার শুরুতে বদল এনেও ওপেনিং জুটির ‘জ্বালানি’ শেষ সেই ১০ রান জমা হওয়ার আগেই। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই অভিষিক্ত শাহনেওয়াজ ধানির ইয়র্কারে বেল উড়ল আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা নাজমুল হোসেন শান্তর। বিশ্বকাপ থেকেই অদ্ভুতুড়ে সিদ্ধান্ত নিয়ে আসা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট গতকালও ‘চমক’ দেখাল! শামীম হোসেনকে খেলানো হলো তিন নম্বরে। শামীমের প্রথম স্কোরিং শটেই বাউন্ডারি। এরপর আরও তিনটি বাউন্ডারি মেরেছেন। ভালো ইঙ্গিত দিয়েও ২২ রানের বেশি করতে পারেননি শামীম, তাঁর স্ট্রাইক রেট ৯৫.৬৫।
শামীমের বিদায়ের পর দুই বাঁহাতি ব্যাটার নাঈম ও আফিফে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। চতুর্থ উইকেটে দুজন মিলে ৪৩ রানের জুটি গড়েন। কিন্তু হাতে উইকেট থাকার পরও চালিয়ে খেলার ঝুঁকিটা নেননি। ৪৩ রানের জুটি গড়তেই দুজনে খেলেছেন ৪২ বল। বিশেষ করে নাঈম যেভাবে খেলছিলেন, যেন টেস্টের দলে রাখার দাবিটাও জানিয়ে রাখলেন! ৫০ বলে খেলে তাঁর রান ৪৭।
ব্যাটিংয়ের সেই ঘুমপাড়ানি ভাবটা ভাঙতে পারলেন না অধিনায়ক মাহমুদউল্লাহও। কোথায় শেষদিকে ‘ফিনিশিং টাচ’ দেবেন, উল্টো ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে অধিনায়ক আউট ১৪ বলে ১৩ রান করে। একটা জিনিস গতকালও ধরে রেখেছে বাংলাদেশ—ডট বলের ‘ফিফটি’! প্রথম দুই ম্যাচে ৫৮ ও ৫৬ রানের পর শেষ ম্যাচে ৫৮ বলে কোনো রানই নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দলের মাত্র তিন ব্যাটার ১০০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।
টি-টোয়েন্টিতে ১২৫ রানকে কঠিন লক্ষ্য বলার কোনো কারণই নেই। সেই সহজ লক্ষ্য ছুঁতেও পাকিস্তানের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার পেছনে কৃতিত্ব পাবেন বোলাররা। শামীম-আফিফদের ফিল্ডিং আর শরীরীভাষাটাও বলছিল, ভিন্ন কিছু হতেও পারে। মাহমুদউল্লাহর করা শেষ ওভারের নাটক স্নায়ুর পরীক্ষাও নিল। কিন্তু ব্যাটাররা যে পুঁজিটা এনে দিয়েছিলেন, তাতে তীরে এসে তরি ডোবার যন্ত্রণাই সইতে হলো বাংলাদেশকে।
গতকাল গ্যালারিতে পাকিস্তানের পতাকা প্রবেশ করা নিয়ে বেশ কড়াকড়ি ছিলেন নিরাপত্তাকর্মী আর বিভিন্ন সংগঠনের কর্মীরা। গ্যালারিতে উড়েছে শুধু লাল-সবুজ পতাকা। গ্যালারিতে পাকিস্তানের পতাকা রুখে দেওয়া গেলেও সফরকারীদের মাঠের জয়টা রুখতে পারেননি মাহমুদউল্লাহরা।
বাংলাদেশের ইনিংসের শুরুতেই বড় পর্দায় একটু পরপর দেখানো হচ্ছিল ভিডিওচিত্রটা। পরশু হারারেতে পাকিস্তান নারী দলের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। সেই জয়ের পর নিগার সুলতানাদের দল বেঁধে করা উদ্যাপনচিত্রটা দেখিয়ে পুরুষ দলকে যেন অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করা হলো গতকাল।
সেখান থেকে উজ্জীবিত হয়েই কিনা পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে গতকাল অল্প পুঁজি নিয়েও শেষ বল পর্যন্ত লড়েছে বাংলাদেশ।
শেষ ওভারে জিততে হলে পাকিস্তানের দরকার ছিল ৮ রান। তাসকিন আহমেদের চোটে পড়ার ‘দৈব দুর্বিপাকে’ শেষ ওভারে বল হাতে তুলে নিতে হলো মাহমুদউল্লাহকে। বিপিএলে শেষ ওভারে বোলিং করে দুবার ম্যাচ জেতানোর রেকর্ড আছে তাঁর। প্রথম তিন বলেই ২ উইকেট নিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করেন অধিনায়ক। তবে চতুর্থ বলে বিশাল এক ছক্কা মেরে আবার ম্যাচটি পাকিস্তানের দিকে নিয়ে আসেন ইফতেখার আহমেদ। পঞ্চম বলে ইফতেখার ফিরতেই ফের উত্তেজনা। নাটকের পর নাটক আর স্নায়ুর লড়াইয়ে শেষ বলে ঠান্ডা মাথায় মোহাম্মদ নওয়াজ চার মেরে জেতান পাকিস্তানকে। তাদের জয় ৫ উইকেটের।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচও হেরে যাওয়ায় নতুন যুগের শুরুতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা হলো মাহমুদউল্লাহদের। এর আগে কখনো ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার তিক্ত অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের।
গতকালও টস জিতে মাহমুদউল্লাহ আগে ব্যাটিং নিয়েছেন। পাকিস্তানের বোলিং আক্রমণ বলতে গেলে তুলনামূলক সহজই ছিল। শাহিন শাহ আফ্রিদি-হাসান আলী-শাদাব খান কেউ ছিলেন না একাদশে। তবে একঝাঁক নতুন বোলারের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটাররা পারেননি স্বাচ্ছন্দ্যে খেলতে। আরও একবার শুরুতে বদল এনেও ওপেনিং জুটির ‘জ্বালানি’ শেষ সেই ১০ রান জমা হওয়ার আগেই। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই অভিষিক্ত শাহনেওয়াজ ধানির ইয়র্কারে বেল উড়ল আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা নাজমুল হোসেন শান্তর। বিশ্বকাপ থেকেই অদ্ভুতুড়ে সিদ্ধান্ত নিয়ে আসা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট গতকালও ‘চমক’ দেখাল! শামীম হোসেনকে খেলানো হলো তিন নম্বরে। শামীমের প্রথম স্কোরিং শটেই বাউন্ডারি। এরপর আরও তিনটি বাউন্ডারি মেরেছেন। ভালো ইঙ্গিত দিয়েও ২২ রানের বেশি করতে পারেননি শামীম, তাঁর স্ট্রাইক রেট ৯৫.৬৫।
শামীমের বিদায়ের পর দুই বাঁহাতি ব্যাটার নাঈম ও আফিফে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। চতুর্থ উইকেটে দুজন মিলে ৪৩ রানের জুটি গড়েন। কিন্তু হাতে উইকেট থাকার পরও চালিয়ে খেলার ঝুঁকিটা নেননি। ৪৩ রানের জুটি গড়তেই দুজনে খেলেছেন ৪২ বল। বিশেষ করে নাঈম যেভাবে খেলছিলেন, যেন টেস্টের দলে রাখার দাবিটাও জানিয়ে রাখলেন! ৫০ বলে খেলে তাঁর রান ৪৭।
ব্যাটিংয়ের সেই ঘুমপাড়ানি ভাবটা ভাঙতে পারলেন না অধিনায়ক মাহমুদউল্লাহও। কোথায় শেষদিকে ‘ফিনিশিং টাচ’ দেবেন, উল্টো ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে অধিনায়ক আউট ১৪ বলে ১৩ রান করে। একটা জিনিস গতকালও ধরে রেখেছে বাংলাদেশ—ডট বলের ‘ফিফটি’! প্রথম দুই ম্যাচে ৫৮ ও ৫৬ রানের পর শেষ ম্যাচে ৫৮ বলে কোনো রানই নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দলের মাত্র তিন ব্যাটার ১০০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।
টি-টোয়েন্টিতে ১২৫ রানকে কঠিন লক্ষ্য বলার কোনো কারণই নেই। সেই সহজ লক্ষ্য ছুঁতেও পাকিস্তানের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার পেছনে কৃতিত্ব পাবেন বোলাররা। শামীম-আফিফদের ফিল্ডিং আর শরীরীভাষাটাও বলছিল, ভিন্ন কিছু হতেও পারে। মাহমুদউল্লাহর করা শেষ ওভারের নাটক স্নায়ুর পরীক্ষাও নিল। কিন্তু ব্যাটাররা যে পুঁজিটা এনে দিয়েছিলেন, তাতে তীরে এসে তরি ডোবার যন্ত্রণাই সইতে হলো বাংলাদেশকে।
গতকাল গ্যালারিতে পাকিস্তানের পতাকা প্রবেশ করা নিয়ে বেশ কড়াকড়ি ছিলেন নিরাপত্তাকর্মী আর বিভিন্ন সংগঠনের কর্মীরা। গ্যালারিতে উড়েছে শুধু লাল-সবুজ পতাকা। গ্যালারিতে পাকিস্তানের পতাকা রুখে দেওয়া গেলেও সফরকারীদের মাঠের জয়টা রুখতে পারেননি মাহমুদউল্লাহরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪