Ajker Patrika

আসছে শের খান

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৮: ৫৬
আসছে শের খান

প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের নতুন সিনেমা ‘শের খান’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। ৩ নভেম্বর মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় শাকিব খান প্রকাশ করেছেন চুক্তিবদ্ধ হওয়ার ছবি।

শাকিব খান বলেন, ‘শের খান আমার জন্য স্পেশাল একটি সিনেমা। আমি যখন এই সিনেমার গল্প শুনছিলাম তখন আমার চোখের সামনে দৃশ্যগুলো ভেসে উঠছিল। মনে হচ্ছিল পুরো সিনেমাটি উপভোগ করছি। অনেক সময় দেখা যায়, অ্যাকশন সিনেমার গল্পটা জুতসই হয় না। কিন্তু এই সিনেমার গল্পটা স্পেশাল। গল্পই শের খান সিনেমার প্রাণ। যাঁরাই এখন পর্যন্ত এর গল্প শুনেছেন, তাঁরাই মুগ্ধ হয়েছেন। বিগ অ্যারেঞ্জমেন্ট,  বিগ ক্যানভাস, সুন্দর গল্প—সব মিলিয়ে দর্শক দারুণ কিছু পেতে চলেছে।’

কপ ক্রিয়েশনের সঙ্গে যৌথ প্রযোজনা করবে শাকিব খানের এসকে ফিল্মস। সিনেমাটি পরিচালনা করবেন প্রযোজক-পরিচালক-নাট্যকার-পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। এর আগে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করেছেন তিনি।

নতুন সিনেমা প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, ‘পুলিশ অ্যাকশনের পাশাপাশি সাসপেন্স, থ্রিল, ড্রামা, সবই থাকবে এই সিনেমায়। সেই সঙ্গে ঢাকার বাইরে ঘটে যাওয়া ক্রাইমের ঘটনা উঠে আসবে।

পুরো সিনেমায় উন্নত কারিগরি ব্যবস্থা থাকবে। এতে শাকিব খানকে এমনভাবে উপস্থাপন করা হবে, পর্দায় এর আগে তাকে সেভাবে কেউ দেখেনি।’

শাকিব খানের পাশাপাশি ‘শের খান’ সিনেমার অন্যান্য চরিত্রও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে জানান সানী সানোয়ার। তবে এতে শাকিব খানের নায়িকা কে থাকছেন, তা এখনো চূড়ান্ত করা যায়নি।

‘শের খান’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এরপর নতুন বছরের যেকোনো একটি বড় উৎসব বেছে নেওয়া হবে সিনেমাটি মুক্তির জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত