Ajker Patrika

সর্বরোগের চিকিৎসক বাদ যায় না পশুও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
সর্বরোগের চিকিৎসক বাদ যায় না পশুও

ওষুধ বিক্রির অনুমোদন নিয়ে নিজ বাড়িতেই খুলে বসেছেন ক্লিনিক। সেখানে তিনি একাধারে ডেন্টিস্ট, নাক, কান ও গলা বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোলোজি, কিডনি ও গাইনি বিশেষজ্ঞ। এমনকি গরু ছাগলের চিকিৎসাও করেন তিনি। এসব অভিযোগে গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরের ১ নম্বর গেট এলাকায় ‘ডে-নাইট’ নামের এই ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা। অভিযান শেষে অভিযোগের সত্যতা পেয়ে ‘হাতুড়ে চিকিৎসক’ ফেরদৌস মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ফার্মেসিতে ওষুধের ব্যবসার আড়ালে ক্লিনিক খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন পল্লি চিকিৎসক ফেরদৌস মিয়া। এই খবরে সোমবার দুপুরে ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তাঁকে সহায়তা করেন সরাইলের স্বাস্থ্য পরিদর্শক গৌরপদ শাখা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে ক্লিনিকের কোনো কাগজ দেখাতে পারেননি ফার্মেসির মালিক ফেরদৌস মিয়া। তাঁর কাছে পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যালাইন। পরে ভ্রাম্যমাণ আদালত ফেরদৌস মিয়াকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।

জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। জরিমানা করার পাশাপাশি ওই ফার্মাসির মালিক এই ধরনের অপরাধ আর করবেন না মর্মে অঙ্গীকার করেছেন। অনুমোদন না নিয়ে অবৈধভাবে ক্লিনিকের নামে প্রতারণা চলতে পারেন না। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত