পাবনা প্রতিনিধি
বাদ্য-বাজনার তালে তালে নানা কসরত। দল বেঁধে মাঠে নামা। এরপর একে একে তাদের কৌশল প্রদর্শন। কে কাকে, কতটা ফাঁকি দিয়ে লাঠির আঘাত করবে, তারই প্রতিযোগিতা। বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এই লাঠিখেলার আয়োজন করে পাবনা জেলা কৃষক লীগ।
দুপুরে পাবনা শহরের স্বাধীনতা চত্বরে লাঠিখেলার উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান রোজ। এ সময় জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন উপজেলার লাঠিয়াল দল এই খেলায় অংশ নেয়। লাঠিখেলা উপভোগ করতে ভিড় জমে নানা বয়সী মানুষের।
সদর উপজেলার ভাড়ারা গ্রামের বাসিন্দা আকবর আলী বলেন, গ্রামে আগে প্রায়ই লাঠিখেলা হতো। এখন আর দেখা যায় না। শহরে তো আরও দেখা যায় না। তারপরও যারা শহরের মধ্যে লাঠিখেলার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ। এমন আয়োজন নিয়মিত হওয়া দরকার।
জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ি গ্রামের লাঠিয়াল দলের নেতা শতবর্ষী আয়েন উদ্দিন প্রামাণিক বলেন, ‘৬০ বছর ধরে আমি লাঠি খেলি। মনের টান থেকে এখনো ধরে আছি লাঠিখেলা।’
একই উপজেলার হান্ডিয়াল গ্রামের কেশবপুর লাঠিয়াল দলের নেতা আব্দুল করিম বলেন, ‘বংশ পরম্পরায় আমরা খেলাটাকে ধরে রেখেছি। আশা করি বাংলাদেশ যত দিন আছে এই লাঠিখেলাও তত দিন টিকে থাকবে।’
জেলা কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান রোজ বলেন, ডিজিটাল প্রযুক্তির কারণে নতুন প্রজন্ম মোবাইল আর ইন্টারনেটে ডুবে আছে। তারা গ্রামবাংলার শেকড়ের ঐতিহ্য যাতে ভুলে না যায়, সে কারণে লাঠিখেলার আয়োজন করা হয়েছে।
বাদ্য-বাজনার তালে তালে নানা কসরত। দল বেঁধে মাঠে নামা। এরপর একে একে তাদের কৌশল প্রদর্শন। কে কাকে, কতটা ফাঁকি দিয়ে লাঠির আঘাত করবে, তারই প্রতিযোগিতা। বিজয় দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এই লাঠিখেলার আয়োজন করে পাবনা জেলা কৃষক লীগ।
দুপুরে পাবনা শহরের স্বাধীনতা চত্বরে লাঠিখেলার উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান রোজ। এ সময় জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন উপজেলার লাঠিয়াল দল এই খেলায় অংশ নেয়। লাঠিখেলা উপভোগ করতে ভিড় জমে নানা বয়সী মানুষের।
সদর উপজেলার ভাড়ারা গ্রামের বাসিন্দা আকবর আলী বলেন, গ্রামে আগে প্রায়ই লাঠিখেলা হতো। এখন আর দেখা যায় না। শহরে তো আরও দেখা যায় না। তারপরও যারা শহরের মধ্যে লাঠিখেলার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ। এমন আয়োজন নিয়মিত হওয়া দরকার।
জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ি গ্রামের লাঠিয়াল দলের নেতা শতবর্ষী আয়েন উদ্দিন প্রামাণিক বলেন, ‘৬০ বছর ধরে আমি লাঠি খেলি। মনের টান থেকে এখনো ধরে আছি লাঠিখেলা।’
একই উপজেলার হান্ডিয়াল গ্রামের কেশবপুর লাঠিয়াল দলের নেতা আব্দুল করিম বলেন, ‘বংশ পরম্পরায় আমরা খেলাটাকে ধরে রেখেছি। আশা করি বাংলাদেশ যত দিন আছে এই লাঠিখেলাও তত দিন টিকে থাকবে।’
জেলা কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান রোজ বলেন, ডিজিটাল প্রযুক্তির কারণে নতুন প্রজন্ম মোবাইল আর ইন্টারনেটে ডুবে আছে। তারা গ্রামবাংলার শেকড়ের ঐতিহ্য যাতে ভুলে না যায়, সে কারণে লাঠিখেলার আয়োজন করা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫