শ্যামল আতিক
কয়েক বছর আগে আমাদের দেশের একজন বিখ্যাত তারকা তাঁর শিশুকন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তিনি হয়তো সরল মনে, নিজের আনন্দটুকু অন্যের সঙ্গে শেয়ার করার জন্য ছবিটি পোস্ট করেছেন। কিন্তু তারপর শুরু হয় কুরুচিপূর্ণ, আপত্তিকর বাজে মন্তব্য এবং নানা তর্ক-বিতর্ক। ফেসবুকে বিষয়টি নিয়ে এত বেশি মাতামাতি ও বিতর্ক হয়েছিল যে শেষ পর্যন্ত এই উত্তাপ পত্রিকার পাতায় গিয়ে গড়িয়েছে।
আমরা প্রায়ই শুনতে পাই, সেলিব্রেটিরা তাঁদের শিশুর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। এই ঘটনাগুলো শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই ঘটছে। দুঃখের বিষয় হচ্ছে, তারপরও আমরা সচেতন হই না। প্রায়ই শিশুদের স্পর্শকাতর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই। শিশু জন্মের পর থেকে প্রতিনিয়ত আমরা এ ধরনের ভুল করছি।
পরিবারে নতুন শিশুর আগমন, নিঃসন্দেহে আনন্দের বিষয়। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য পরিবারের মানুষজন ছবি তোলা, শিশুকে নিয়ে মাতামাতি, আনন্দ-ফুর্তি-উৎসব, সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছবি শেয়ার করা ইত্যাদি আরও অনেক কিছু করছেন।
প্রিয়জনেরা জন্মের পর নবজাতকের ছবি তোলেন সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন এর মাধ্যমে শিশুর কী ধরনের সর্বনাশ করছেন? ছবি তোলার সময় ব্যবহৃত ফ্ল্যাশের আলোয় নবজাতকের চোখ নষ্ট হয়ে যেতে পারে। আসলে নবজাতকের নাজুক চোখ এখনো তীব্র আলো সহ্য করার মতো অবস্থায় যায়নি। এ ক্ষেত্রে আপনার সামান্য ভুল শিশুকে ভোগাতে পারে সারা জীবন।
আপনি হয়তো অন্যকে জানানো অথবা শুধু লাইক পাওয়ার আশায় সোশ্যাল মিডিয়ায় শিশুর ছবি পোস্ট দিচ্ছেন। অথবা শিশুর প্রতিটি স্মরণীয় ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার মাধ্যমে আনন্দটুকু সবার সঙ্গে শেয়ার করতে চাইছেন। শিশুদের ছবি বা ভিডিও এভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাকে বলে ‘শেয়ারেন্টিং’ (Sharenting)। কিন্তু আমরা কি জানি, এভাবে ছবি শেয়ার করার ফলে ভবিষ্যতে শিশুর জীবন কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, এর নেতিবাচক পরিণতি বা প্রতিক্রিয়ার রেশ কতটা ভয়ংকর হতে পারে? হয়তোবা এই ছবির নেতিবাচক রেশ শিশুকে সারা জীবন বয়ে বেড়াতে হতে পারে।
প্রকৃত সত্য হচ্ছে, ইন্টারনেটে শেয়ার করা কোনো ছবিই হারিয়ে যায় না, ডেটাবেইসে থেকে যায়। এমনকি ছবি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে ডিলিট করে দিলেও। যখনই শিশুর কোনো ছবি ইন্টারনেটে পোস্ট দিলেন, সেটি আর ব্যক্তিগত বা প্রাইভেট রইল না, মুহূর্তেই পাবলিক হয়ে গেল। পরে এই ছবিগুলো যে যার মতো করে দেখতে পারবে, ব্যবহার করতে পারবে।
প্রতিনিয়ত ছবি শেয়ার করার ফলে অনলাইন জগতে শিশুর ডিজিটাল ফুট প্রিন্ট তৈরি হয়ে যায়। প্রতিনিয়ত সার্চ টুলগুলো উন্নত ও শক্তশালী হচ্ছে। ভবিষ্যতে আপনার শিশুর নাম, জন্মতারিখ, জিওট্যাগ লোকেশন এবং ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে যে কেউই এসব ছবি দেখার সুযোগ পাবে। আপনার অজান্তেই শিশুদের এসব ছবি পণ্যের বিজ্ঞাপনেও ব্যবহার করা হতে পারে।
আশঙ্কা এখানে নয়। ভবিষ্যতে এসব ছবি কীভাবে ব্যবহার হবে, এটাই মূল আতঙ্ক। আসলে সোশ্যাল মিডিয়ার পরতে পরতে ওত পেতে আছে বিপদ। আপনার একটু অসতর্কতা বা হেঁয়ালিপনা ধ্বংস করে দিতে পারে শিশুর ভবিষ্যৎ। লাগামহীন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ও ডিফফেক প্রযুক্তি এখন একটি মূর্তিমান আতঙ্ক। আপনার শিশুও এর শিকার হতে পারে। ভবিষ্যতে এই শিশু যদি বিখ্যাত বা সেলিব্রেটি কেউ হয়, তখন এই ছবির জন্য সে বিব্রত কিংবা অসম্মানিতও হতে পারে।
মা-বাবা না বুঝেই শিশুর স্পর্শকাতর ছবি পোস্ট দেন; বিশেষ করে শিশুর বস্ত্রহীন ছবি সবচেয়ে বেশি বিপজ্জনক। তাই শিশু যত ছোটই হোক, শিশুর পোশাকহীন ছবি অথবা পোশাক পরিবর্তন করার ছবি ইন্টারনেটে শেয়ার করবেন না। গোসল করানোর মুহূর্ত বা খালি গায়ে ঘোরাঘুরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। শিশুকে বুকের দুধ পানের ছবি সোশ্যাল মিডিয়ায় দেবেন না। এ ধরনের ছবির জন্য ভবিষ্যতে আপনি ও আপনার শিশু দুজনই বিড়ম্বনার শিকার হতে পারেন।
কারণ এসব ছবি খারাপ লোকের হাতে পড়লে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে। অনাবৃত শরীরের ভিডিও দিয়ে বর্তমান এআই প্রযুক্তি ব্যবহার করে পর্নো ভিডিও তৈরি করা যায়। এসব ছবি দিয়ে সাইবার অপরাধীরা পর্নো ফিল্ম তৈরি করে বিক্রি করছে পর্নোগ্রাফি সাইটে।
অনেকে শিশুর অসুস্থ হওয়ার ছবি পোস্ট করেন। স্বাভাবিকভাবেই এই ছবিগুলো দেখতে মলিন, ফ্যাকাশে, রোগা টাইপের হয়; অর্থাৎ দেখতে এত সুন্দর হয় না। কিন্তু পরে এই ছবির জন্য সহপাঠী বা বন্ধুরা তার সঙ্গে উপহাস বা মজা করতে পারে।
শিশুর আচরণগত বা মানসিক বা শারীরিক কোনো সমস্যা থাকলে, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যের কাছে সমাধান চাইবেন না। এর ফলে শিশু শেমিং বা বুলিংয়ের শিকার হতে পারে। সবচেয়ে ভালো হয়, কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া।
শিশুর রাগারাগি বা কান্নাকাটি করার ভিডিও পোস্ট করবেন না। পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে বলে শিশু কান্নাকাটি বা মন খারাপ করেছে, এ ধরনের বিষয়ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। কারণ আবেগীয় অবস্থা অন্যের কাছে প্রকাশিত হয়ে গেলে শিশু মানসিকভাবে আঘাত পেতে পারে। শিশু ছোট হলে তারও যে একটি সত্তা আছে, তার মধ্যেও যে মান-অভিমান-অপমানবোধ আছে, এটা আমাদের মনে রাখতে হবে।
শিশুর জন্মদিন, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, বাসার ঠিকানা ইত্যাদি কখনোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কারণ শিশুর নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে অন্য কোথাও নিজের সন্তান বলে মিথ্যা তথ্য দিতে পারে। কোন স্কুলে পড়ে, কোন শিক্ষকের কাছে পড়তে যায়, কখন কোথায় যায়, কী করে ইত্যাদি তথ্য মিডিয়ায় শেয়ার দিলে অপরাধীরা আপনার অবস্থান শনাক্ত করতে পারবে। পেশাদার কিডন্যাপাররা এ তথ্য ব্যবহার করতে পারে।
আপনার শিশুর সহপাঠী বা বন্ধুদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। কারণ অন্য শিশুর অভিভাবকদের অনুমতি ছাড়া ছবি পোস্ট দেওয়া একধরনের অন্যায়। আপনি বলতে পারেন, অন্য শিশুর ছবি বাদ দিলাম, কিন্তু আমার সন্তানের ছবি আমি পোস্ট দেব তাতে আপত্তি থাকবে কেন? আপনি সন্তান জন্ম দিয়েছেন বলে সন্তানের মালিক হয়ে গেছেন, ব্যাপারটি তা নয়। শিশুর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করাকে ফ্রান্সে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই তাদের পার্লামেন্টে এ বিষয়ে আইন পাস হয়েছে।
আইন না মেনে শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে মা-বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এমনকি মা-বাবা যদি একই ভুল বারবার করেন তাহলে তাঁদের ছবি তোলার অধিকারও নিষিদ্ধ হতে পারে। ফ্রান্সের এই আইনকে শিশু মনোবিজ্ঞানীরা সাধুবাদ জানিয়েছেন।
আমাদের দেশেও এ ধরনের আইন করার সময় এসেছে। শাস্তির ভয়ে বহু অভিভাবক অন্তত শিশুর বস্ত্রহীন বা স্পর্শকাতর ছবি পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা সম্পর্কেও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
লেখক: প্যারেন্টিং গবেষক
কয়েক বছর আগে আমাদের দেশের একজন বিখ্যাত তারকা তাঁর শিশুকন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তিনি হয়তো সরল মনে, নিজের আনন্দটুকু অন্যের সঙ্গে শেয়ার করার জন্য ছবিটি পোস্ট করেছেন। কিন্তু তারপর শুরু হয় কুরুচিপূর্ণ, আপত্তিকর বাজে মন্তব্য এবং নানা তর্ক-বিতর্ক। ফেসবুকে বিষয়টি নিয়ে এত বেশি মাতামাতি ও বিতর্ক হয়েছিল যে শেষ পর্যন্ত এই উত্তাপ পত্রিকার পাতায় গিয়ে গড়িয়েছে।
আমরা প্রায়ই শুনতে পাই, সেলিব্রেটিরা তাঁদের শিশুর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। এই ঘটনাগুলো শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই ঘটছে। দুঃখের বিষয় হচ্ছে, তারপরও আমরা সচেতন হই না। প্রায়ই শিশুদের স্পর্শকাতর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই। শিশু জন্মের পর থেকে প্রতিনিয়ত আমরা এ ধরনের ভুল করছি।
পরিবারে নতুন শিশুর আগমন, নিঃসন্দেহে আনন্দের বিষয়। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য পরিবারের মানুষজন ছবি তোলা, শিশুকে নিয়ে মাতামাতি, আনন্দ-ফুর্তি-উৎসব, সোশ্যাল মিডিয়ায় নবজাতকের ছবি শেয়ার করা ইত্যাদি আরও অনেক কিছু করছেন।
প্রিয়জনেরা জন্মের পর নবজাতকের ছবি তোলেন সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন এর মাধ্যমে শিশুর কী ধরনের সর্বনাশ করছেন? ছবি তোলার সময় ব্যবহৃত ফ্ল্যাশের আলোয় নবজাতকের চোখ নষ্ট হয়ে যেতে পারে। আসলে নবজাতকের নাজুক চোখ এখনো তীব্র আলো সহ্য করার মতো অবস্থায় যায়নি। এ ক্ষেত্রে আপনার সামান্য ভুল শিশুকে ভোগাতে পারে সারা জীবন।
আপনি হয়তো অন্যকে জানানো অথবা শুধু লাইক পাওয়ার আশায় সোশ্যাল মিডিয়ায় শিশুর ছবি পোস্ট দিচ্ছেন। অথবা শিশুর প্রতিটি স্মরণীয় ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার মাধ্যমে আনন্দটুকু সবার সঙ্গে শেয়ার করতে চাইছেন। শিশুদের ছবি বা ভিডিও এভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাকে বলে ‘শেয়ারেন্টিং’ (Sharenting)। কিন্তু আমরা কি জানি, এভাবে ছবি শেয়ার করার ফলে ভবিষ্যতে শিশুর জীবন কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, এর নেতিবাচক পরিণতি বা প্রতিক্রিয়ার রেশ কতটা ভয়ংকর হতে পারে? হয়তোবা এই ছবির নেতিবাচক রেশ শিশুকে সারা জীবন বয়ে বেড়াতে হতে পারে।
প্রকৃত সত্য হচ্ছে, ইন্টারনেটে শেয়ার করা কোনো ছবিই হারিয়ে যায় না, ডেটাবেইসে থেকে যায়। এমনকি ছবি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে ডিলিট করে দিলেও। যখনই শিশুর কোনো ছবি ইন্টারনেটে পোস্ট দিলেন, সেটি আর ব্যক্তিগত বা প্রাইভেট রইল না, মুহূর্তেই পাবলিক হয়ে গেল। পরে এই ছবিগুলো যে যার মতো করে দেখতে পারবে, ব্যবহার করতে পারবে।
প্রতিনিয়ত ছবি শেয়ার করার ফলে অনলাইন জগতে শিশুর ডিজিটাল ফুট প্রিন্ট তৈরি হয়ে যায়। প্রতিনিয়ত সার্চ টুলগুলো উন্নত ও শক্তশালী হচ্ছে। ভবিষ্যতে আপনার শিশুর নাম, জন্মতারিখ, জিওট্যাগ লোকেশন এবং ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে যে কেউই এসব ছবি দেখার সুযোগ পাবে। আপনার অজান্তেই শিশুদের এসব ছবি পণ্যের বিজ্ঞাপনেও ব্যবহার করা হতে পারে।
আশঙ্কা এখানে নয়। ভবিষ্যতে এসব ছবি কীভাবে ব্যবহার হবে, এটাই মূল আতঙ্ক। আসলে সোশ্যাল মিডিয়ার পরতে পরতে ওত পেতে আছে বিপদ। আপনার একটু অসতর্কতা বা হেঁয়ালিপনা ধ্বংস করে দিতে পারে শিশুর ভবিষ্যৎ। লাগামহীন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ও ডিফফেক প্রযুক্তি এখন একটি মূর্তিমান আতঙ্ক। আপনার শিশুও এর শিকার হতে পারে। ভবিষ্যতে এই শিশু যদি বিখ্যাত বা সেলিব্রেটি কেউ হয়, তখন এই ছবির জন্য সে বিব্রত কিংবা অসম্মানিতও হতে পারে।
মা-বাবা না বুঝেই শিশুর স্পর্শকাতর ছবি পোস্ট দেন; বিশেষ করে শিশুর বস্ত্রহীন ছবি সবচেয়ে বেশি বিপজ্জনক। তাই শিশু যত ছোটই হোক, শিশুর পোশাকহীন ছবি অথবা পোশাক পরিবর্তন করার ছবি ইন্টারনেটে শেয়ার করবেন না। গোসল করানোর মুহূর্ত বা খালি গায়ে ঘোরাঘুরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। শিশুকে বুকের দুধ পানের ছবি সোশ্যাল মিডিয়ায় দেবেন না। এ ধরনের ছবির জন্য ভবিষ্যতে আপনি ও আপনার শিশু দুজনই বিড়ম্বনার শিকার হতে পারেন।
কারণ এসব ছবি খারাপ লোকের হাতে পড়লে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে। অনাবৃত শরীরের ভিডিও দিয়ে বর্তমান এআই প্রযুক্তি ব্যবহার করে পর্নো ভিডিও তৈরি করা যায়। এসব ছবি দিয়ে সাইবার অপরাধীরা পর্নো ফিল্ম তৈরি করে বিক্রি করছে পর্নোগ্রাফি সাইটে।
অনেকে শিশুর অসুস্থ হওয়ার ছবি পোস্ট করেন। স্বাভাবিকভাবেই এই ছবিগুলো দেখতে মলিন, ফ্যাকাশে, রোগা টাইপের হয়; অর্থাৎ দেখতে এত সুন্দর হয় না। কিন্তু পরে এই ছবির জন্য সহপাঠী বা বন্ধুরা তার সঙ্গে উপহাস বা মজা করতে পারে।
শিশুর আচরণগত বা মানসিক বা শারীরিক কোনো সমস্যা থাকলে, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যের কাছে সমাধান চাইবেন না। এর ফলে শিশু শেমিং বা বুলিংয়ের শিকার হতে পারে। সবচেয়ে ভালো হয়, কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া।
শিশুর রাগারাগি বা কান্নাকাটি করার ভিডিও পোস্ট করবেন না। পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে বলে শিশু কান্নাকাটি বা মন খারাপ করেছে, এ ধরনের বিষয়ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। কারণ আবেগীয় অবস্থা অন্যের কাছে প্রকাশিত হয়ে গেলে শিশু মানসিকভাবে আঘাত পেতে পারে। শিশু ছোট হলে তারও যে একটি সত্তা আছে, তার মধ্যেও যে মান-অভিমান-অপমানবোধ আছে, এটা আমাদের মনে রাখতে হবে।
শিশুর জন্মদিন, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, বাসার ঠিকানা ইত্যাদি কখনোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কারণ শিশুর নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে অন্য কোথাও নিজের সন্তান বলে মিথ্যা তথ্য দিতে পারে। কোন স্কুলে পড়ে, কোন শিক্ষকের কাছে পড়তে যায়, কখন কোথায় যায়, কী করে ইত্যাদি তথ্য মিডিয়ায় শেয়ার দিলে অপরাধীরা আপনার অবস্থান শনাক্ত করতে পারবে। পেশাদার কিডন্যাপাররা এ তথ্য ব্যবহার করতে পারে।
আপনার শিশুর সহপাঠী বা বন্ধুদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। কারণ অন্য শিশুর অভিভাবকদের অনুমতি ছাড়া ছবি পোস্ট দেওয়া একধরনের অন্যায়। আপনি বলতে পারেন, অন্য শিশুর ছবি বাদ দিলাম, কিন্তু আমার সন্তানের ছবি আমি পোস্ট দেব তাতে আপত্তি থাকবে কেন? আপনি সন্তান জন্ম দিয়েছেন বলে সন্তানের মালিক হয়ে গেছেন, ব্যাপারটি তা নয়। শিশুর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করাকে ফ্রান্সে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই তাদের পার্লামেন্টে এ বিষয়ে আইন পাস হয়েছে।
আইন না মেনে শিশুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে মা-বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এমনকি মা-বাবা যদি একই ভুল বারবার করেন তাহলে তাঁদের ছবি তোলার অধিকারও নিষিদ্ধ হতে পারে। ফ্রান্সের এই আইনকে শিশু মনোবিজ্ঞানীরা সাধুবাদ জানিয়েছেন।
আমাদের দেশেও এ ধরনের আইন করার সময় এসেছে। শাস্তির ভয়ে বহু অভিভাবক অন্তত শিশুর বস্ত্রহীন বা স্পর্শকাতর ছবি পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা সম্পর্কেও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
লেখক: প্যারেন্টিং গবেষক
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫