সম্পাদকীয়
হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়েছে পশুখাদ্যের দাম। পশুখাদ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রংপুরের প্রান্তিক খামারিরা। বেড়েছে খামার রক্ষণাবেক্ষণের খরচও। এ কারণে দীর্ঘদিন ধরে লোকসান হওয়ায় অনেকে খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। পশুখাদ্যের দাম না কমালে আরও বেশ কিছু খামার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৬ জানুয়ারি আজকের পত্রিকায় ‘পশুপালনে নাভিশ্বাস, বন্ধ হয়ে যাচ্ছে খামার’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছে।
রংপুরে ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি গমের ভুসিতে ১০, বুটের খোসায় ৮, চালের খুদে ৪, দানাদার ফিডে ৬ এবং ধানের কুঁড়ায় ২ টাকা করে দাম বেড়েছে। একই সঙ্গে বর্তমানে প্রতি বস্তা ভুসি (৩৭ কেজি) ২ হাজার ২৫০ টাকা, বুটের খোসা (২৫ কেজি) ১ হাজার ৪৫০, চালের খুদ (৫০ কেজি) ১ হাজার ৭০০, দানাদার ফিড (২৫ কেজি) ১ হাজার ৩০০ ও ধানের কুড়া (৩৫ কেজি) ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশে দফায় দফায় গরুর মাংসের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষ তো বটেই, নিম্নমধ্যবিত্ত মানুষও সপ্তাহে এক বেলা মাংস খেতে পারে না। এভাবে পশুখাদ্যের দাম বাড়তে থাকলে এর প্রভাব গরু উৎপাদনের ওপরও পড়বে। ফলে গরুর খামারিরা পেশা বদলাতে বাধ্য হবেন, অনেকে বেকার হয়েও যেতে পারেন। পাশাপাশি গরু থেকে উৎপাদিত দুধসহ দুগ্ধজাত পণ্যের ঘাটতি দেখা দেবে।
দুধ পুষ্টি, ভিটামিন ও খনিজে ভরপুর। খাদ্য হিসেবে দুধের বিকল্প নেই। দুধ শিশুর প্রধান খাদ্য, প্রবীণের শক্তির উৎস এবং রোগীর পথ্য। তাই গোখাদ্যের দাম বাড়ানো হলে তাতে উদ্বেগ প্রকাশ না করে উপায় নেই।
সংবাদ সূত্রে জানা যায়, বছরে অন্তত তিন দফায় গোখাদ্যের দাম বাড়ে। কিন্তু দুধের দাম দু-তিন বছরে মাত্র একবার বাড়ে। গাভিকে খড়ের পাশাপাশি এগুলো না খাওয়ালে শরীর ঠিক থাকে না। তাই গাভি থেকে দুধ কম হয়ে থাকে।
বাংলার মানুষের মনোজগতে যে চরিত্রটি গরুকে সন্তানের মতো ভালোবাসার জন্য অমর হয়ে আছে, তা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পের গফুর। নিজের গোচারণভূমি হিন্দু জমিদারের কাছে বেচে দিতে বাধ্য হয়েছিল গফুর। ফলে খাবারের সংস্থান না থাকায় গফুরের সন্তানতুল্য গরুটির মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছিল। একটি গরুর প্রতি গফুরের ভালোবাসার এই অসাধারণ গল্পটি বাঙালি মানসে গেঁথে আছে। যদিও জমিদারির কাল অনেক আগে গত হয়েছে, কিন্তু গরিব মানুষের বেঁচে থাকার সংগ্রাম আজও আছে।
খামারিদের বাঁচাতে হলে গোখাদ্যে ভর্তুকি, প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে খামারি পর্যায়ে চিকিৎসাসেবা বৃদ্ধি, নিম্নমানের গুঁড়া দুধ আমদানি বন্ধ, গোখাদ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচার ও ভেজাল খাদ্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। প্রাণিসম্পদ মন্ত্রণালয় এদিকে আশু নজর দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই আমরা প্রত্যাশা করি।
হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়েছে পশুখাদ্যের দাম। পশুখাদ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রংপুরের প্রান্তিক খামারিরা। বেড়েছে খামার রক্ষণাবেক্ষণের খরচও। এ কারণে দীর্ঘদিন ধরে লোকসান হওয়ায় অনেকে খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। পশুখাদ্যের দাম না কমালে আরও বেশ কিছু খামার বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৬ জানুয়ারি আজকের পত্রিকায় ‘পশুপালনে নাভিশ্বাস, বন্ধ হয়ে যাচ্ছে খামার’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়েছে।
রংপুরে ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি গমের ভুসিতে ১০, বুটের খোসায় ৮, চালের খুদে ৪, দানাদার ফিডে ৬ এবং ধানের কুঁড়ায় ২ টাকা করে দাম বেড়েছে। একই সঙ্গে বর্তমানে প্রতি বস্তা ভুসি (৩৭ কেজি) ২ হাজার ২৫০ টাকা, বুটের খোসা (২৫ কেজি) ১ হাজার ৪৫০, চালের খুদ (৫০ কেজি) ১ হাজার ৭০০, দানাদার ফিড (২৫ কেজি) ১ হাজার ৩০০ ও ধানের কুড়া (৩৫ কেজি) ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশে দফায় দফায় গরুর মাংসের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষ তো বটেই, নিম্নমধ্যবিত্ত মানুষও সপ্তাহে এক বেলা মাংস খেতে পারে না। এভাবে পশুখাদ্যের দাম বাড়তে থাকলে এর প্রভাব গরু উৎপাদনের ওপরও পড়বে। ফলে গরুর খামারিরা পেশা বদলাতে বাধ্য হবেন, অনেকে বেকার হয়েও যেতে পারেন। পাশাপাশি গরু থেকে উৎপাদিত দুধসহ দুগ্ধজাত পণ্যের ঘাটতি দেখা দেবে।
দুধ পুষ্টি, ভিটামিন ও খনিজে ভরপুর। খাদ্য হিসেবে দুধের বিকল্প নেই। দুধ শিশুর প্রধান খাদ্য, প্রবীণের শক্তির উৎস এবং রোগীর পথ্য। তাই গোখাদ্যের দাম বাড়ানো হলে তাতে উদ্বেগ প্রকাশ না করে উপায় নেই।
সংবাদ সূত্রে জানা যায়, বছরে অন্তত তিন দফায় গোখাদ্যের দাম বাড়ে। কিন্তু দুধের দাম দু-তিন বছরে মাত্র একবার বাড়ে। গাভিকে খড়ের পাশাপাশি এগুলো না খাওয়ালে শরীর ঠিক থাকে না। তাই গাভি থেকে দুধ কম হয়ে থাকে।
বাংলার মানুষের মনোজগতে যে চরিত্রটি গরুকে সন্তানের মতো ভালোবাসার জন্য অমর হয়ে আছে, তা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পের গফুর। নিজের গোচারণভূমি হিন্দু জমিদারের কাছে বেচে দিতে বাধ্য হয়েছিল গফুর। ফলে খাবারের সংস্থান না থাকায় গফুরের সন্তানতুল্য গরুটির মৃত্যুর আশঙ্কা দেখা দিয়েছিল। একটি গরুর প্রতি গফুরের ভালোবাসার এই অসাধারণ গল্পটি বাঙালি মানসে গেঁথে আছে। যদিও জমিদারির কাল অনেক আগে গত হয়েছে, কিন্তু গরিব মানুষের বেঁচে থাকার সংগ্রাম আজও আছে।
খামারিদের বাঁচাতে হলে গোখাদ্যে ভর্তুকি, প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে খামারি পর্যায়ে চিকিৎসাসেবা বৃদ্ধি, নিম্নমানের গুঁড়া দুধ আমদানি বন্ধ, গোখাদ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচার ও ভেজাল খাদ্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। প্রাণিসম্পদ মন্ত্রণালয় এদিকে আশু নজর দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই আমরা প্রত্যাশা করি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫