Ajker Patrika

‘বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলদাস উপাচার্য’

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১: ৫৩
‘বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলদাস উপাচার্য’

সরকার নিজেদের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে দলদাস উপাচার্য নিয়োগ দিয়েছে। সেই দলদাসদের রক্ষার জন্য ছাত্রলীগকে কাজে লাগাচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনরত কোনো শিক্ষার্থীর কোনো ধরনের ক্ষতি হলে সেই দায় সরকারকেই নিতে হবে।

গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশে এসব কথা বলেন নাগরিক ছাত্র ঐক্যের নেতারা। পরে মশাল মিছিল করেন তাঁরা।

নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন বলেন, যদি অনতিবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনকে অপসারণ ও ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার বিচার না করা হয়, তবে নাগরিক ছাত্র ঐক্য সারা দেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামবে।

সংগঠনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, আজ (সোমবার) ২৪ জানুয়ারি ’৬৯-এর মহান গণ-অভ্যুত্থান দিবস। ৫৩ বছর আগে এই দিনে স্বৈরাচার আইয়ুববিরোধী মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন মতিউর রহমান মল্লিক। শাবিপ্রবিতে যে আন্দোলন, তা ওই দিনেরই ধারাবাহিকতা।

এ ছাড়া বক্তব্য দেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য খায়রুল ইসলাম, মনিরুল ইসলাম মুর্তজা, মেহেদি হাসান লিমন প্রমুখ। এদিকে শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে অনশন করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত