নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট শুরুর ২৪ ঘণ্টা আগেও অংশগ্রহণকারী ছয় দলের নাম চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ মুহূর্তে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে এসেছে পরিবর্তন। সরে দাঁড়াতে হয়েছে আগ্রহী প্রতিষ্ঠান রুপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়ামকে। তবে টুর্নামেন্টে ঢাকার প্রতিনিধিত্ব থাকছে বলে জানা গেছে।
রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির এক সূত্র জানিয়েছে, ঢাকার ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করতে পারে খোদ বিসিবিই। বিপিএল নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। হঠাৎ ফ্র্যাঞ্চাইজি জটিলতায় তৈরি করেছে নতুন বিতর্ক। গত বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি ও প্লেয়ার্স পেমেন্টের ৫ কোটি টাকা জমা দিতে ব্যর্থ হয়েছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ। পরে বিসিবির পক্ষ থেকে তাদের মৌখিকভাবে আশ্বস্ত করা হয়েছিল, রোববার জমা দিলেও চলবে। গতকাল অবশ্য ‘ইউ টার্ন’ নিয়েছে বিসিবি। রুপা অ্যান্ড মার্ন গ্রুপ বিসিবিতে গিয়ে ফিরেছে শূন্য হাতে। তাদের টাকা জমা নেয়নি বিসিবি।
বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাদের জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ে ফি পরিশোধে ব্যর্থ প্রতিষ্ঠান কোনো ফ্র্যাঞ্চাইজি পাবে না। এ প্রসঙ্গে গতকাল আজকের পত্রিকাকে ফ্র্যাঞ্চাইজির অন্যতম স্বত্বাধিকারী মনোয়ার পাঠান বলেছেন, ‘ব্যাংকের কাজটা শেষ করতে আমাদের একটু দেরি হয়েছে। বিসিবিকে আমরা সেটা সঙ্গে সঙ্গে জানিয়েছি। তখন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে আমাদের জানালেন, (রোববার) দিতে পারবেন। আমরা তো নিশ্চিত ছিলাম যে আজ (গতকাল) পারব। তখন তিনি বললেন, শুক্রবার বোর্ড মিটিং হয়েছে। যেহেতু বৃহস্পতিবার আপনারা জমা দিতে পারেননি, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এই দলটা বিসিবিই চালাবে। আমরা আর কী করব, চলে এসেছি। ক্রিকেটের সঙ্গে থাকতে চেয়েছিলাম, হলো না। আমাদের দুর্ভাগ্য।’
এ বিষয়ে জানতে চাইলে রাতে টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন করলেও ধরেননি তাঁরা। আর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ সোহেলের ফোন বন্ধ পাওয়া যায়।
আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আলোচিত-সমালোচিত বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার ড্রাফট হবে। যেখানে ঢাকা ছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি টিকিট পাওয়ার আগেই তারা দল গোছানোর প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছে। সেখানে পেছন থেকেই দৌড় শুরু করতে হচ্ছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে।
এবারের বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করে আট ফ্র্যাঞ্চাইজি। তথ্য যাচাই-বাছাইয়ের পর ছয় দল চূড়ান্ত হয়। শেষ মুহূর্তে ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতা দেখা দেয়। খেলোয়াড় কেনাবেচার এই নিলামে রাখা হয়েছে ২১০ স্থানীয় ও ৪০৬ বিদেশি খেলোয়াড়কে। ছয়টি ক্যাটাগরিতে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ ৭০ লাখ এবং সর্বনিম্ন পারিশ্রমিক পাচ্ছেন ৫ লাখ টাকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট শুরুর ২৪ ঘণ্টা আগেও অংশগ্রহণকারী ছয় দলের নাম চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ মুহূর্তে ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে এসেছে পরিবর্তন। সরে দাঁড়াতে হয়েছে আগ্রহী প্রতিষ্ঠান রুপা অ্যান্ড মার্ন গ্রুপ কনসোর্টিয়ামকে। তবে টুর্নামেন্টে ঢাকার প্রতিনিধিত্ব থাকছে বলে জানা গেছে।
রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির এক সূত্র জানিয়েছে, ঢাকার ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করতে পারে খোদ বিসিবিই। বিপিএল নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। হঠাৎ ফ্র্যাঞ্চাইজি জটিলতায় তৈরি করেছে নতুন বিতর্ক। গত বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি ও প্লেয়ার্স পেমেন্টের ৫ কোটি টাকা জমা দিতে ব্যর্থ হয়েছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ। পরে বিসিবির পক্ষ থেকে তাদের মৌখিকভাবে আশ্বস্ত করা হয়েছিল, রোববার জমা দিলেও চলবে। গতকাল অবশ্য ‘ইউ টার্ন’ নিয়েছে বিসিবি। রুপা অ্যান্ড মার্ন গ্রুপ বিসিবিতে গিয়ে ফিরেছে শূন্য হাতে। তাদের টাকা জমা নেয়নি বিসিবি।
বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাদের জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ে ফি পরিশোধে ব্যর্থ প্রতিষ্ঠান কোনো ফ্র্যাঞ্চাইজি পাবে না। এ প্রসঙ্গে গতকাল আজকের পত্রিকাকে ফ্র্যাঞ্চাইজির অন্যতম স্বত্বাধিকারী মনোয়ার পাঠান বলেছেন, ‘ব্যাংকের কাজটা শেষ করতে আমাদের একটু দেরি হয়েছে। বিসিবিকে আমরা সেটা সঙ্গে সঙ্গে জানিয়েছি। তখন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা মৌখিকভাবে আমাদের জানালেন, (রোববার) দিতে পারবেন। আমরা তো নিশ্চিত ছিলাম যে আজ (গতকাল) পারব। তখন তিনি বললেন, শুক্রবার বোর্ড মিটিং হয়েছে। যেহেতু বৃহস্পতিবার আপনারা জমা দিতে পারেননি, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এই দলটা বিসিবিই চালাবে। আমরা আর কী করব, চলে এসেছি। ক্রিকেটের সঙ্গে থাকতে চেয়েছিলাম, হলো না। আমাদের দুর্ভাগ্য।’
এ বিষয়ে জানতে চাইলে রাতে টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন করলেও ধরেননি তাঁরা। আর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ সোহেলের ফোন বন্ধ পাওয়া যায়।
আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আলোচিত-সমালোচিত বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার ড্রাফট হবে। যেখানে ঢাকা ছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি টিকিট পাওয়ার আগেই তারা দল গোছানোর প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছে। সেখানে পেছন থেকেই দৌড় শুরু করতে হচ্ছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে।
এবারের বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করে আট ফ্র্যাঞ্চাইজি। তথ্য যাচাই-বাছাইয়ের পর ছয় দল চূড়ান্ত হয়। শেষ মুহূর্তে ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতা দেখা দেয়। খেলোয়াড় কেনাবেচার এই নিলামে রাখা হয়েছে ২১০ স্থানীয় ও ৪০৬ বিদেশি খেলোয়াড়কে। ছয়টি ক্যাটাগরিতে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ ৭০ লাখ এবং সর্বনিম্ন পারিশ্রমিক পাচ্ছেন ৫ লাখ টাকা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫