Ajker Patrika

বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ১

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৬: ২২
বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ১

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের মেটংঘর এলাকায় বৃদ্ধ হাবিজ মিয়া (৬৫) হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে মেটংঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মহিউদ্দিন মিয়া (৩০)। তিনি মামলার এজাহার নামীয় আসামি। গত বুধবার সকালে উপজেলার মেটংঘর গ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত হাবিজ মিয়া মেটংঘর গ্রামেরই বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলে লিটন মিয়া বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার মেটংঘর গ্রামের মহিউদ্দিন ও একই গ্রামের শিবু ঠাকুরের সঙ্গে জমি নিয়ে আদালতে মামলা চলছিল। মামলায় শিবু ঠাকুরকে সহযোগিতার অভিযোগ এনে লিটন মিয়া ও তাঁর বাবা হাবিজ উদ্দিনকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন মহিউদ্দিন। এরই জের ধরে গত বুধবার সকালে লিটনের ভাবি শাহিদা বেগমকে মারধর করে মহিউদ্দিন। এরপর পুত্রবধূকে মারধরের কারণ জিজ্ঞেস করতে মেটংঘর গ্রামের বাচ্চু মিয়ার মুদি দোকানের সামনে মহিউদ্দিনের কাছে যান বৃদ্ধ হাবিজ।

এ সময় কাঠের লাঠি দিয়ে হাবিজ মিয়াকে মাথা এবং শরীরে আঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দারা বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার মাতুয়াইল ফ্রেন্ডশিপ স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত