Ajker Patrika

কোনো পক্ষ থেকেই অহেতুক উসকানি নয়

সম্পাদকীয়
কোনো পক্ষ থেকেই অহেতুক উসকানি নয়

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার আপাত অবসান হয়েছে। রাজধানীতে সহিংসতার যে আশঙ্কা দেখা দিয়েছিল, তা-ও হয়নি। শান্তিপূর্ণভাবেই দিনটি কেটেছে। তবে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। মানুষের ক্ষতি হয়, মানুষ বিপন্ন বোধ করে—এমন রাজনৈতিক কর্মসূচি পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাব।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে সরকারপক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। আবার বিএনপির পক্ষ থেকেও কোনো উসকানিমূলক আচরণ করা হয়নি। সরকার ও বিরোধী দল পরস্পর সাংঘর্ষিক মনোভাব পোষণ না করে সহযোগিতার মানসিকতা নিয়ে এগোলে রাজনৈতিক পরিস্থিতি সব সময়ই শান্ত থাকার কথা। কিন্তু সাধারণত রাজনীতিতে শান্ত অবস্থা কেন যেন আমাদের কোনো কোনো রাজনৈতিক নেতার পছন্দের নয়। নেতারা পরিস্থিতি গরম করে রাখতে পছন্দ করেন কেন, তা বোধগম্য নয়।

নেতারা চাইলে যে শান্তিপূর্ণ সভা-সমাবেশ করা সম্ভব, সেটা তো ১০ ডিসেম্বর প্রমাণিত হলো। তাহলে দু-তিন সপ্তাহ ধরে অহেতুক উত্তেজনা ছড়ানো হলো কেন? বিএনপির বিভাগীয় সমাবেশ করার পরিকল্পনা ছিল মূলত জনগণের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার পাশাপাশি দলকে সাংগঠনিকভাবে সংহত করা। দশটি সমাবেশ করেই যে একটি সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়, এই সাধারণ কাণ্ডজ্ঞান নিশ্চয়ই বিএনপির নেতাদের আছে। তারপরও ‘১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে’—এমন অপরিণামদর্শী বক্তব্য বিএনপির একজন নেতা দিয়ে পরিস্থিতি তাতিয়ে তুলে নতুন কী অর্জন করল দলটি, তা এখন ঠান্ডা মাথায় ভেবে দেখা উচিত। মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলাই রাজনৈতিক নেতাদের দায়িত্ব। কিন্তু এই দায়িত্বের কথা আমাদের নেতারা ভুলে গিয়ে উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্তি ছড়ান, মানুষকে বিপথগামী করেন। দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা এড়িয়ে না চললে রাজনৈতিক নেতারা পথ হাঁটবেন, ক্লান্ত হবেন কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবেন না।

সরকার ও সরকারি দলের কাছ থেকেও মানুষ এমন আচরণ আশা করে না, যা বিভেদ বাড়াতে সাহায্য করে। সরকারের ভুলত্রুটির সমালোচনা বিরোধীরা করবেই। সরকারের সব কাজের প্রশংসা বিরোধী দলের করার কথা নয়। কিন্তু সরকার যদি সমালোচনার বদলে শুধু প্রশংসা শুনতে চায়, তাহলে চলবে কেন? বিরোধীপক্ষ থেকে অনেক সময় অনেক হালকা কথা বলা হয়, এটাকে কোনো দেশেই গুরুতর বিষয় বলে ধরা হয় না। বিরোধী দলের কেউ একজন কিছু একটা বললেই সরকারের সবাইকে একসঙ্গে তেলেবেগুনে জ্বলে উঠতে হবে কেন? কারও কোনো আজগুবি কথাকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে সরকারের বরং নিজেদের ভুলত্রুটি সংশোধনে তৎপর হওয়া উচিত।

গণতন্ত্রের মূল কথাই তো বহুমতের সহাবস্থান। বাঁশের লাঠি, ক্রিকেট স্টাম্প হাতে নিয়ে রাস্তায় মহড়া দেওয়ার গণতন্ত্র নয়, গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলার জন্য কর্মীদের প্রস্তুত করে তোলার দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত